ঘটনার পর বৃহস্পতিবার বনগাঁ মহকুমা হাসপাতালে নান্টু গোসাইয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে আসে সিপিএমের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন দলের প্রাক্তন সাংসদ অলকেশ দাসসহ অন্যান্য নেতারা। তাঁরা হাসপাতালে গিয়ে আহত নান্টু গোসাই ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজ নেন।
এই প্রসঙ্গে অলকেশ দাস বলেন, মতুয়াদের নাগরিকত্ব নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে। সিপিএমের অবস্থান স্পষ্ট—রাজনীতি নয়, সকল মতুয়া মানুষকে নাগরিকত্ব দিতে হবে। তিনি আরও বলেন, এই ধরনের হিংসা কোনওভাবেই গ্রহণযোগ্য নয় এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। মতুয়া ঠাকুর বাড়ির অন্দরে এধরনের ঘটনার তীব্র নিন্দা করে সিপিআইএমের প্রতিনিধি দল।
advertisement
অন্যদিকে আহ নান্টু গোসাইয়ের স্ত্রী নীলিমা হালদার বলেন, তাঁর স্বামী কেবল বক্তব্যের কারণ জানতে গিয়েছিলেন। কিন্তু যেভাবে আক্রমণ করা হয়েছে, তাতে তাঁর প্রাণও চলে যেতে পারত। তিনি দাবি করেন, সকল মতুয়া মানুষ যেন নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারেন এবং সকলের নাগরিকত্বের অধিকার সুনিশ্চিত হোক।
