অভিযোগ,আরজি কর কাণ্ডের প্রতিবাদে এদিন বুধবার বিমল দাশগুপ্ত ভবন থেকে একটি মিছিল বের করে ডিওয়াইএফআই। সে সময় বনধের প্রতিবাদে মিছিল করছিল তৃণমূল। অভিযোগ বামেদের মিছিলটি যখন দুর্গাপুর নগর নিগমের কাছে পৌঁছয়, তখন তৃণমূলের সঙ্গে তাদের বচসা শুরু হয়। শুরু হয় হাতাহাতি, ইটবৃষ্টি। অভিযোগ, এই উত্তেজনার সময় বোমাবাজিও করা হয়েছে। সিপিএমের দলীয় কার্যালয় বিমল দাশগুপ্ত ভবনে বোমবাজি হয়েছে বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন: এখনও গ্রেফতার হননি, কিন্তু বড় ‘শাস্তি’ পেলেন সন্দীপ ঘোষ! আরজি কর কাণ্ডে বড় সিদ্ধান্ত IMA-র
এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন ডিওয়াইএফআই কর্মী আহত হয়েছেন বলে খবর। মোট ২১ জন ডিওয়াইএফআই কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আসে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে আসেন ডেপুটি কমিশনার পূর্ব অভিষেক গুপ্তা।
এই বিষয়ে ডেপুটি কমিশনার বলেছেন, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে এনেছেন। তবে এই ঘটনায় কতজনকে আটক বা গ্রেফতার করা হয়েছে, সেই বিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি। তাছাড়া পুলিশের হিসেবে কতজন আহত হয়েছেন, সেই বিষয়েও তথ্য দেননি। তিনি জানিয়েছেন, পুরো ঘটনাটির তদন্ত চলছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ করা হবে। অন্যদিকে এই ঘটনার পর ক্ষোভ উগরে দিয়েছে বাম নেতৃত্ব।
—– নয়ন ঘোষ