পরে গাড়ি থেকে গরুগুলিকে নামাতে গিয়ে দেখতে পাওয়া যায়, পুলিশ একটি গরুর মৃত্যু হয়েছে। গাড়ির ভেতরে থাকা বাকি তিনটি গরুকে স্থানীয় গৌশালা-র হাতে তুলে দেয় পুলিশ।
আরও পড়ুন: আরও কয়েক গুণ চাপ বাড়াল সিবিআই, অনুব্রতর সঙ্গে জুড়ে গেল হাওয়ালা-যোগ!
পুলিশ গাড়ির চালক ও খালাসিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ড থেকে এই গরু পাচারকারীরা গরুগুলিকে এই রাজ্যে নিয়ে আসছিল। কিন্তু সেই ছক বানচাল করে দেয় পুলিশ।
advertisement
আরও পড়ুন: টানা সাড়ে চার ঘণ্টা, কার্নিভালে চমক দিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়
এদিকে, ফের মাদক সহ গ্রেফতার এক। খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্তে গৌড়সিং জোতে ২০ গ্রাম ব্রাউন সুগার, ৪৫ বোতল কাফ সিরাপ, চার চাকার গাড়ি ও নেপালী ১ লক্ষ ১৮হাজার ৩০০টাকা সহ গ্রেফতার এক মাদক ব্যবসায়ী। ধৃতের নাম সন্তোষ ঘোষ। ধৃত যুবক গৌড়সিং জোতের বাসিন্দা। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি মাদক নেপালে পাচারের ছক কষেছিল।