গরমের মধ্যে গবাদি পশু বিশেষ করে গরু ও ছাগল জ্বরে আক্রান্ত হচ্ছে। এই প্রবণতা দিনের পর দিন বাড়ছে। ফলে চিন্তায় পড়েছেন অনেকেই। এই সংক্রান্ত প্রচুর রিপোর্ট আসছে। মূলত অতিরিক্ত গরমের জন্য গবাদি পশুরা এই জ্বরে আক্রান্ত হচ্ছে।
advertisement
সেজন্য সকাল ১০ টার আগে মাঠ থেকে গরু তুলে আনার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঠান্ডা জয়গায় গরুগুলিকে বেঁধে রাখা, বিকাল ৩ টের পর আবার গবাদিপশু বাইরে ছাড়তে হবে। গরমের সময় গরুদের ভরপেট খাবার দেওয়া যাবেনা। কারণ ভরপেট খাবার দিলে ডায়রিয়ার মত সমস্যা হতে পারে। এদিকে জ্বর হলে গরুর দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে গুড়, ঠান্ডা জল খাওয়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গুড়, ঠান্ডা জলের সঙ্গে লবণ মিশিয়ে দিলে খুব ভাল হয় বলে জানিয়েছেন তিনি। এই সময় গরুর জ্বর চিন্তায় ফেলেছে সকলের। ছাগলের ক্ষেত্রেও একই পরামর্শ রয়েছে। এব্যাপারে একটু সচেতন থাকলে গবাদি পশুগুলি ভাল থাকবে বলে আশাবাদী সকলেই। সেই সঙ্গে পশু চিকিৎসকের পরামর্শে কিছু ওষুধ খাওয়ানো যেতে পারে। এই সংক্রান্ত বিষয়গুলি সবারমধ্যে ছড়িয়ে দিতে এলাকায় এলাকায় প্রচার করছে প্রাণীসম্পদ ও কৃষি দফতর।
নবাব মল্লিক