TRENDING:

Milk Business Problem: দুধ-ঘি ভাল মিলছে! কিন্তু রাস্তায় ভর্তি গরু-মোষ, ৮০০ খাটাল এই বড় শহরে, তারপর

Last Updated:

West Bardhaman News: চারণভূমি ছেড়ে শহরের  রাজপথে, গবাদিপশুর  অবাধ বিচরণে দুর্ভোগ পথচারীদের!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর : চারণভূমি ছেড়ে দুর্গাপুরের রাজপথে অবাধ বিচরণ করছে গবাদি পশুর দল। কিন্তু শিল্প শহরে দলে দলে এত গবাদি পশু আসছে কোথা থেকে!  জানলে চক্ষু চড়কগাছ হবে আপনাদেরও। শিল্পশহর দুর্গাপুরে গজিয়ে উঠেছে ৮০০-র অধিক খাটাল। অধিকাংশ পরিত্যক্ত সরকারি জমি দখল নিয়ে খাটাল গড়ে তুলেছে ভিন রাজ্যের দুধ ব্যবসায়ীরা বলে অভিযোগ। ওই সব গবাদিপশুর অবাধ বিচরণে বারবার দুর্ঘটনার কবলে পড়ছেন পথচারীরা। গবাদিপশুর মলমূত্রে নোংরা হচ্ছে  রাস্তাঘাট। দীর্ঘদিন ধরে গবাদিপশুর জন্য পথ দুর্ঘটনা ও যানজটে অতিষ্ঠ হয়ে উঠেছেন শহরবাসী।কোনও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ প্রশাসন বলে অভিযোগ সাধারণ মানুষের৷
advertisement

অন্যদিকে পুলিশ প্রশাসন সহ পুরসভার দাবি, একাধিকবার নানা পদক্ষেপ গ্রহণ করে এবং খাটাল মালিকদের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা হয়নি। পুলিশ ও পুরসভা ফের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের ৪৩ টি ওয়ার্ডে প্রায় এক হাজার বেআইনি খাটাল রয়েছে সরকারি জমি জবরদখল করে। অধিকাংশ খাটাল ব্যবসায়ী ভিন রাজ্য থেকে এসে সরকারি জমি দখল করে জমিয়ে ব্যবসা বেঁধেছে। খাটাল মালিকরা বিভিন্ন এলাকায় দুধ থেকে কাঁচা মাখন পৃথক করার মেশিন বসিয়ে নিয়েছেন।

advertisement

আরও পড়ুন – Cricketer Love Life Gossip: বাড়িতে সুন্দরী প্রেগন্যান্ট বউকে ফেলে রেখে চুটিয়ে মস্তি, একের পর এক কেলেঙ্কারির ইতিহাস, ফটো সব আউট

ওই মাখন নামি-দামি দুগ্ধজাত খাদ্য উৎপাদনকারী সংস্থায় বিক্রি করছেন। ফলে দুর্গাপুরে খাটাল ব্যবসায়ীরা ফুলেফেঁপে উঠলেও পথ দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু সহ চিকিৎসার খরচের মাশুল গুনতে হিমশিম খাচ্ছে জনসাধারণ। ১৯ নম্বর জাতীয় সড়ক ও শহরের প্রধান রাস্তা গুলিতে গবাদিপশুর অবাধ বিচরণ নিয়ন্ত্রণ করতে ২০১৬ সালে পদক্ষেপ নেয় পুলিশ। খাটাল মালিকদের সঙ্গে বৈঠক করে।রাস্তায় গবাদিপশু চলাচল করলে বাজেয়াপ্ত করা হবে।

advertisement

গবাদিপশুর মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি দুর্ঘটনা ঘটলে মালিকদের কাছ থেকে ক্ষতিপূরণ  নেওয়ার সিদ্ধান্ত হয়। কয়েক বছর পুলিশ প্রশাসন জোরদার অভিযান চালায়। খাটালগুলিতে গিয়ে সচেতন করে। রাস্তা থেকে গবাদি পশু বাজেয়াপ্তও করা হয়। কিন্তু খাটাল মালিকরা সচেতন না হওয়ায় ঝাঁ চকচকে আধুনিক শহর খাটালের আকার নিয়েছে। বাড়ছে দুর্ঘটনা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

Deepika Sarkar

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Milk Business Problem: দুধ-ঘি ভাল মিলছে! কিন্তু রাস্তায় ভর্তি গরু-মোষ, ৮০০ খাটাল এই বড় শহরে, তারপর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল