নরঘাট থেকে পশ্চিম মেদিনীপুরের পিংলা যাওয়ার পথে একটি লরি ও পাঁচটি ছোট ট্রাক ভর্তি প্রায় একশোরও বেশি গরু নিয়ে যাওয়ার পথে আটক করেছে তমলুক থানার পুলিশ। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার নরঘাট এলাকা থেকে এই পাঁচটি গাড়ি, হলদিয়া মেচেদা জাতীয় সড়ক ধরে পশ্চিম মেদিনীপুরে পিংলা যাচ্ছিল।
আরও পড়ুন – Cholesterol Control Tips: আপনার শরীরে কি কোলেস্টোরলের থাবা বসেছে, এই ছোট্ট চিহ্ন দেখলেই বুঝবেন
advertisement
তমলুক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নিমতৌড়ি এলাকায় গাড়িগুলিকে আটক করে, জিজ্ঞাসাবাদ করে জানা যায় পশ্চিম মেদিনীপুরে পিংলার লক্ষীবাড়ি এলাকায় এই গরুগুলি জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বিক্রির জন্য।
সেই সময়ই আটক করে তমলুক থানার পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তমলুকের সি আই এবং তমলুক থানার আইসি সহ পুলিশ আধিকারিকরা। ৬টি গাড়ি সহ মোট ২৫ জনকে গ্রেফতার করে তমলুক থানার পুলিশ।
Sujit Bhowmik