দেশ জুড়ে ফের করোনার সংক্রমণ নিয়ে আশঙ্কার মেঘ তৈরি হয়েছে। ইতিমধ্যেই বিদেশ ফেরত কয়েক জনের দেহে করোনা সংক্রমণ মিলেছে। এর পরই করোনা সংক্রমণ রুখতে তৎপর হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। যে সব হাসপাতালে আগে করোনা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল সেখানে দ্রুত কোভিড হাসপাতাল খুলতে নির্দেশ দেওয়া হয়েছে। এই ব্যাপারে স্বাস্থ্য দপ্তর ভিডিও কনফারেন্স করে ২৯ ডিসেম্বরের মধ্যে সব কোভিড হাসপাতাল খোলার নির্দেশ দিয়েছে।
advertisement
আরও পড়ুন : হাসপাতালে শুরু মক ড্রিল! কোভিড মোকাবিলায় কতটা প্রস্তুত রাজ্য?
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, করোনা সংক্রমণ দেখা দিতে পারে। সে কারণে আগাম সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ২৭,২৮,২৯ ডিসেম্বরের মধ্যে কোভিড হাসপাতাল খোলার নির্দেশ রয়েছে। সেই মতো কাজ চালানো হচ্ছে। পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান কালনা কাটোয়ায় কোভিড হাসপাতাল হচ্ছে। কাটোয়া মহকুমা হাসপাতালের আইসোলেশন বিভাগেই কুড়ি শয্যা বিশিষ্ট কোভিড হাসপাতাল করা হচ্ছে। ওই ওয়ার্ডই আগে কোভিড হাসপাতাল ছিল। সেখানে ভেন্টিলেশন সুবিধাসহ করোনার চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সব পরিষেবাই মিলবে। চলতি সপ্তাহের মধ্যেই কোভিড হাসপাতাল হল কিনা তা জেলা স্বাস্থ্য দপ্তর খোঁজ নিয়ে দেখবে।
আরও পড়ুন : ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ! শহরে জাঁকিয়ে শীত পড়ছে কবে থেকে?
জানা গিয়েছে, কোভিড হাসপাতাল চালু করার ব্যাপারে ইতিমধ্যে জেলা স্বাস্থ্য দপ্তর সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ গুলির সঙ্গে বিস্তারিত আলোচনা করেছে। এজন্য পি পি ই কিট থেকে শুরু করে যাবতীয় সরঞ্জাম হাসপাতাল গুলিকে পাঠানো হচ্ছে। সব মিলিয়ে করোনার সংক্রমণ দেখা দিলে সঙ্গে সঙ্গে যাতে উন্নত চিকিৎসা দেওয়া যায় তা নিশ্চিত করতেই বাড়তি তৎপরতা বলে জানা গিয়েছে।