রিয়ার বাড়ি স্থানীয় ধাদিকা গ্রামে ও কৃষাণুর বাড়ি বেলবনি এলাকায়। এদিন যুগলকে গাছের ডালে মৃত অবস্থায় ঝুলতে দেখে স্থানীয়রা বাঁকুড়া সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায়। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ভাবে অনুমান, প্রণয় ঘটিত কারণে ওই যুগল আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
advertisement
আরও পড়ুন: অগ্নিপথে বাড়ল বয়সের ঊর্ধ্বসীমা, চার বছর 'চাকরির' পর কী কী সুবিধে?
এদিকে, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য নদীয়ার হাঁসখালি থানার মহাকালী শ্মশান এলাকায়। আজ সকাল থেকেই ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। হাঁসখালি থানার পুলিশকে খবর দেওয়া হলে হাঁসখালি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠায়।
আরও পড়ুন: স্বাস্থ্য সাথীতে আরও কড়া রাজ্য, হাসপাতাল-নার্সিংহোমে চলবে নজরদারি
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী সকাল থেকেই দেহ পড়েছিল মহাকালী শ্মশান এলাকায়। কী কারণে তার মৃত্যু হয়েছে তার তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ। পাশাপাশি মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।