পরিবার সূত্রে খবর, বুধবার ভোরে বাইক নিয়ে তারাপীঠে পুজো দিতে গিয়েছিলেন পোলবার সুগন্ধা পঞ্চায়েতের গোটু গ্রামের লিপিকা হাজরা ও তাঁর স্বামী মহানন্দ হাজরা। দুপুর বারো’টা নাগাদ তারাপীঠ পৌঁছে পুজো দেন দু’জনে। খাওয়া-দাওয়া করে কিছুটা সময় কাটিয়ে বাড়ির জন্য রওনা হন। পথে বৃষ্টি হওয়ায় কিছুটা দাঁড়িয়েছিলেন, ফের বৃষ্টি কমলে বাইক চালিয়ে ফিরতে থাকেন। পূর্ব বর্ধমানের শক্তিগড়ে দাঁড়িয়ে দু’জনে চা খেয়ে গরম ল্যাংচা কিনে বাইক চালু করে রাস্তায় উঠতেই পিছন থেকে একটি ট্রাক ধাক্কা মারে তাঁদের বাইকে।
advertisement
আরও পড়ুনঃ পুড়ছে বাংলা! আগামী ৭২ ঘণ্টা কোন কোন জেলায় বইবে লু? ভয়ঙ্কর পূর্বাভাস হাওয়া অফিসের
বাইকে ধাক্কা লাগলে রাস্তায় পরে যান লিপিকা। তাঁকে পিষে দিয়ে চলে যায় ট্রাক। বিপরীত দিকে পরে আহত হন মহানন্দ। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করায় পুলিশ। খবর পেয়ে পরিবারের লোকজন শক্তিগড়ে পৌঁছয়। বৃহস্পতিবার সকালে বাড়ি ফেরেন আহত মহানন্দ হাজরা। বছর ৫২ বয়সী মহানন্দ নিজে গান, যাত্রায় অভিনয় করেন। তাঁর স্ত্রী লিপিকাও একজন ভাল শাস্ত্রীয় সংগীত শিল্পী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দম্পতির এক মেয়ে এবং এক ছেলেকে নিয়ে সংসার। মেয়েকেও গান শিখিয়েছেন। ভাল করে তালিম দিয়ে মেয়েকে গাইয়ে করার ইচ্ছা ছিল দম্পতির। আকস্মিক এই দুর্ঘটনায় শোকের ছায়া গোটু গ্রামে।
Rahi Haldar