TRENDING:

Electric Shock: ঘাতক টেবিল ফ্যানে জীবন শেষ দম্পতির! পাথরপ্রতিমার মর্মান্তিক ঘটনা ঘুম উড়িয়ে দেবে

Last Updated:

Electric Shock: পাথরপ্রতিমা মাধবনগর হাসপাতালে নিয়ে গেলে স্বামী- স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পাথরপ্রতিমা: দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার মাধবনগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক দম্পতির। বাড়িতে স্টিল আয়রনের খাটে ঘুমন্ত অবস্থায় স্ট্যান্ড ফ্যানের ছেঁড়া তার থেকে খাটটি বিদ্যুৎবাহী হয়ে পড়ে। সকালে সাড়াশব্দ না পেয়ে ডাকাডাকি করতে থাকেন সকলে। তখনই বিষয়টি নজরে আসে। এরপর পাথরপ্রতিমা মাধবনগর হাসপাতালে নিয়ে গেলে স্বামী- স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

দিন কয়েক আগে টেবিল ফ্যান চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম প্রদীপ মণ্ডল, বয়স ৩২। চন্দ্রকোনার পালংপুর গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। পালংপুর গ্রামের বাসিন্দা প্রদীপ মণ্ডল নিজের বাড়িতে টেবিল ফ্যান চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ক্ষীরপাই হাসপাতালে নিয়ে যান। যদিও ততক্ষণে মৃত্যু হয়েছিল তাঁর। (Electric Shock)

advertisement

আরও পড়ুন: পদ্মা সেতুতে ১১ 'পাগল'! আদৌ কি তাই? বাংলাদেশের দাবিতে তুমুল শোরগোল

গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছিল শোকের ছায়া। কয়েকদিন আগে নদিয়াতেও এমন মর্মান্তিক ঘটনা ঘটেছিল। জানা যায়, গায়ের উপরে টেবিল ফ্যান পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ৫৩ বছর বয়সী এক মহিলার। ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার। ঘটনাটি ঘটেছিল শান্তিপুর থানা এলাকার কন্দ খোলা নতুন পাড়া এলাকার। জানা যায়, ওই দিন সকাল দশটা নাগাদ অষ্টমী মজুমদার ঘরের ভেতরেই টেবিল ফ্যান চালিয়ে ঘর পরিষ্কার করছিলেন। মেয়ে জামাই আসবে বলে তাঁর স্বামী বাজারে গিয়েছিলেন বাজার করতে।

advertisement

আরও পড়ুন: লাশের পাশেই খাবার, আলমারি খোলা, মা-ছেলের সঙ্গে এ কী ঘটে গেল! ভয়ে সিঁটিয়ে সকলে

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজো নয়, বর্ধমানের 'এই' গ্রামে কালীপুজোই আসল! দূরদূরান্ত থেকে ছুটে আসে মানুষ
আরও দেখুন

সেই সময় ওই টেবিল ফ্যান টি অসাবধানতাবশত অষ্টমী মজুমদারের গায়ের উপরে পড়ে যায়। কিছুটা সময় বাদে তার স্বামী বাড়িতে এসে দেখেন ঐ মহিলা পড়ে রয়েছেন এবং তার গায়ের উপরে টেবিল ফ্যানটি বিদ্যুৎ সংযোগ অবস্থায় পড়ে রয়েছে। তড়িঘড়ি ছুটে আসে এলাকার লোকজন । এরপর ওই মহিলাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে জানায়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Electric Shock: ঘাতক টেবিল ফ্যানে জীবন শেষ দম্পতির! পাথরপ্রতিমার মর্মান্তিক ঘটনা ঘুম উড়িয়ে দেবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল