মৃতের ছেলে জানিয়েছে, গতকাল রাতে তার মা-বাবা বাড়িতে বলে যান কিছুক্ষণের মধ্যে আসছি। কিন্তু তারপর আর ফেরেননি। বাড়ির লোকেরা খোঁজাখুঁজি করলে বাড়ির অদূরে ধানজমির মাঝে পুকুর থেকে দুজনের মৃতদেহ উদ্ধার হয়।
স্থানীয় সূত্রে খবর, পাঁচখুরি ২ নম্বর অঞ্চলের পঞ্চায়েত সদস্য শেখ সৈয়দ আলি তাঁর পুকুর বিদ্যুতের তার দিয়ে ঘিরে রেখেছিলেন যাতে কেউ পুকুর থেকে মাছ চুরি না করতে পারে। কিন্তু এ বিষয়ে তিনি আশেপাশের মানুষকে কিছুই জানাননি। যার ফলে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃতের পরিবার পুকুর মালিকের দৃষ্টান্তমূলক দাবি জানিয়েছে।
advertisement
আরও পড়ুন: দীপাবলিতে বায়ু দূষণে রেকর্ড পতন কলকাতায়! মঙ্গলেও শহরের আকাশ সবুজ...
আরও পড়ুন: ডিম আগে না মুরগি আগে? উত্তর খুঁজতে হিমশিম? আসল রহস্য ফাঁস করলেন গবেষকরা!
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। তবে ক্ষুব্ধ গ্রামবাসীরা মৃতদেহ নিয়ে যেতে বাধা দেয় পুলিশকে। ঘটনার পর বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। ঘটনায় উত্তেজনা রয়েছে এলাকায়। অন্যদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত পঞ্চায়েত সদস্য শেখ সৈয়দ আলি। ঘটনার পরেই ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় এবং রাজ্য সড়ক অবরোধ করে দোষী ব্যাক্তির গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখায়।