স্থানীয় সূত্রে খবর, বলাগড় জিরাটের বাসিন্দা ছিলেন প্রিয়জিৎ ঘোষ। গত মার্চ মাসেই সুগন্ধা পঞ্চায়েত এলাকায় তার স্ত্রীকে নিয়ে বাড়ি ভাড়া করে থাকতে আসেন ওই ব্যক্তি। সুগন্ধার পাটুল গ্রামের স্থানীয় বাসিন্দা জয়ন্ত দে-র বাড়ি ভাড়া নেন থাকার জন্য। স্বামী স্ত্রী দুজনেই দিল্লি রোডের পাশের একটি বিস্কুট কারখানায় কাজ করতেন।
advertisement
সোমবার সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও কোন সাড়াশব্দ না মেলায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে খবর দেন পুলিশে। পুলিশ এসে দেখতে পায় স্বামী স্ত্রী দুজনার দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে ঘরের ভিতরে।
বাড়ির মালিক জয়ন্ত দে বলেন, রবিবার রাতেও ওই দম্পতির সঙ্গে কথা হয়। তারা বাজার সেরে বাড়ি ফিরছিল প্রতিদিনের মত, সাধারণ মাফিক কথা হয়। কোন ঝামেলা অশান্তির বিষয়ও ছিল না তাদের মধ্যে। হঠাৎ করে কেনই বা তারা 'আত্মহত্যা' করল সে বিষয়ে কেউ কিছু বলতে পারছে না।
আরও পড়ুন: গরমের বাজারে 'সুপারহট'! AC-র মতোই দেওয়ালে ঝুলবে এই কুলার! মিনিটে কনকনে ঠান্ডা গোটা ঘর...
আরও পড়ুন: বাম্পার সুযোগ! ৫ টাকার নোট দিলেই মিলবে ২০ লাখ টাকা! কী ভাবে? দেখে নিন 'সঠিক' নিয়ম...
ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পোলবা থানার পুলিশ। পুলিশ এসে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। আত্মহত্যার কারণেই মৃত্যু হয়েছে তা স্পষ্ট থাকলেও ঠিক কী কারণে আত্মহত্যা সেই সম্পর্কে খতিয়ে দেখছে পুলিশ।
রাহী হালদার