করোনা ভাইরাসের আতঙ্কে এখন বাড়িতে বাড়িতে চাহিদা দামি হ্যান্ড স্যানিটাইজারের। তার মধ্যেই অ্যালোভেরা ও সার্জিক্যাল স্পিরিট মিশিয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে পূর্ব বর্ধমানের মেমারির পাল্লা রোডের পল্লীমঙ্গল সমিতির সদস্যরা। তারা তা এলাকায় বিলিরও পরিকল্পনা নিয়েছে। বাজার ধরতে কম দামে হ্যান্ড স্যানিটাইজার আনার পরিকল্পনা নিয়েছে বেশ কয়েকটি কোম্পানি। কিন্তু কোনটি ভালো, কোনটি খারাপ, কোনটা দিয়ে হাত ধুলে করোনা ভাইরাসকে দূরে রাখা যাবে তা নিয়ে বিভ্রান্ত সাধারন মানুষ।
advertisement
এ ব্যাপারে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার চিকিৎসক অমিতাভ সাহা বলেন, অ্যালোভেরার সঙ্গে কতটা পরিমান সার্জিক্যাল স্পিরিট মেশানো হচ্ছে, তার সঙ্গে অ্যালকোহল মেশানো প্রয়োজন কিনা তা পরীক্ষা না করে দূর থেকে বলা সম্ভব নয়। অন্য কোনও কোম্পানি কম দামে হ্যান্ড স্যানিটাইজার আনতেই পারে। তবে সাধারণ পাঁচ টাকার সাবান ও জলই ভালোভাবে হাত ধোয়ার পক্ষে যথেষ্ট। সাবান কিভাবে ব্যবহার করবেন সেটাও জানা জরুরি। দু হাতে সাবান লাগিয়ে ভালোভাবে সব দিক ঘষে নিতে হবে। হাতের নখে ময়লা নেই তা নিশ্চিত করতে হবে। সাবান দিয়ে হাতের আঙুল, তালু, তার উলটো দিক কবজি পর্যন্ত ভালো ভাবে ধুয়ে নিলেই চলবে। এভাবে হাত ধোয়া হলে আলাদা করে হ্যান্ড স্যানিটাইজার কেনার প্রয়োজন নেই।
Saradindu Ghosh