আরও পড়ুনঃ শহরের বুকে দিনের পর দিন শ্রীলতাহানি করেছে তরুনীদের, অবশেষে পুলিশের জালে অভিযুক্ত
মা যশোদা দেবী ফোনে জানান, হীরার বুকে ভারি কোন জিনিস পড়ে যায়। ফলে কামরায় আটকে পড়ে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপরে তাঁর খোঁজে বিভিন্ন হাসপাতালে ঘুরে অবশেষে সোরো হাসপাতালে হীরার সন্ধান পান তাঁর আত্মীয়-স্বজনেরা। শুক্রবার ভোরে খুরদা রোড এক্সপ্রেসে কটক গিয়েছিলেন পরিবারের লোকজন। আর গভীর রাতে ফিরলেন প্রাণহীন দেহ নিয়ে।
advertisement
হীরা দেবীর মেয়ে শিবানী নায়েক বলেন, ‘প্রতি মাসেই দিদাকে চিকিৎসার জন্য কটক নিয়ে যেতে হয় প্রতিবারে আমি নিয়ে যাই এবারে আমি ছুটি না পাওয়ায় মা গিয়েছিল। মা ফোন করে বলেছিল হাওড়া মেলে উঠেছি। কিন্তু এসএমভিটি এক্সপ্রেসে উঠেছে ভাবতে পারিনি। আমার মাসি বালেশ্বরে থাকে। ওরাই দুর্ঘটনার খবর জানায়, মা আর ফিরে আসবেনা।’ শনিবার রাত সাড়ে বারোটা নাগাদ দেহ এসে পৌঁছায় খড়্গপুরের আম্বেদকার কলোনিতে। হীরা দেবীর জন্য সেখানেই অপেক্ষা করছিলেন তাঁর দুই মেয়ে ও এক ছেলে।