TRENDING:

Coromandel Express Accident: শরীরের উপর এসে পড়লে বগিটা, ওখানেই শেষ! মা'কে ফিরিয়েও ফিরল না আর মেয়ে

Last Updated:

Coromandel Express Accident: চিকিৎসার জন্য মাকে নিয়ে কটকের একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন খড়্গপুরের বাসিন্দা হীরা নায়েক। মা রয়ে গেলেন কিন্তু বাড়ি ফিরে আসতে পারলেন না হীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়্গপুর: চিকিৎসার জন্য মাকে নিয়ে কটকের একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন খড়্গপুরের ২২ নম্বর ওয়ার্ডের আম্বেদকর কলোনির বাসিন্দা হীরা নায়েক। মা রয়ে গেলেন কিন্তু বাড়ি ফিরে আসতে পারলেন না হীরা। বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় এসএমভিটি হাওড়া গামী এক্সপ্রেসের সাধারণ কামরায় মা যশোদা দাস কে নিয়ে ফিরছিলেন হীরা। দুর্ঘটনায় মায়ের মাথায় আঘাত লাগে। তিনি বালেশ্বর হাসপাতালে চিকিৎসাধীন।
শরীরের উপর এসে পড়লে বগিটা, ওখানেই শেষ!  প্রতীকী ছবি
শরীরের উপর এসে পড়লে বগিটা, ওখানেই শেষ! প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুনঃ শহরের বুকে দিনের পর দিন শ্রীলতাহানি করেছে তরুনীদের, অবশেষে পুলিশের জালে অভিযুক্ত

মা যশোদা দেবী ফোনে জানান, হীরার বুকে ভারি কোন জিনিস পড়ে যায়। ফলে কামরায় আটকে পড়ে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপরে তাঁর খোঁজে বিভিন্ন হাসপাতালে ঘুরে অবশেষে সোরো হাসপাতালে হীরার সন্ধান পান তাঁর আত্মীয়-স্বজনেরা। শুক্রবার ভোরে খুরদা রোড এক্সপ্রেসে কটক গিয়েছিলেন পরিবারের লোকজন। আর গভীর রাতে ফিরলেন প্রাণহীন দেহ নিয়ে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন

হীরা দেবীর মেয়ে শিবানী নায়েক বলেন, ‘প্রতি মাসেই দিদাকে চিকিৎসার জন্য কটক নিয়ে যেতে হয় প্রতিবারে আমি নিয়ে যাই এবারে আমি ছুটি না পাওয়ায় মা গিয়েছিল। মা ফোন করে বলেছিল হাওড়া মেলে উঠেছি। কিন্তু এসএমভিটি এক্সপ্রেসে উঠেছে ভাবতে পারিনি। আমার মাসি বালেশ্বরে থাকে। ওরাই দুর্ঘটনার খবর জানায়, মা আর ফিরে আসবেনা।’ শনিবার রাত সাড়ে বারোটা নাগাদ দেহ এসে পৌঁছায় খড়্গপুরের আম্বেদকার কলোনিতে। হীরা দেবীর জন্য সেখানেই অপেক্ষা করছিলেন তাঁর দুই মেয়ে ও এক ছেলে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Coromandel Express Accident: শরীরের উপর এসে পড়লে বগিটা, ওখানেই শেষ! মা'কে ফিরিয়েও ফিরল না আর মেয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল