TRENDING:

Coromandel Express Accident: 'এক অপরিচিত দাদার পকেট থেকে ফোন বের করে জানাল, ও মরে গেছে! তাহলে?'

Last Updated:

Coromandel Express Accident: পরিযায়ী শ্রমিকের কাজের জন্য আর পাঁচজন শ্রমিকের মতো মুন্সিও রওনা দিয়েছিলেন কেরালার উদ্দেশ্যে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেসে প্রাণ হারালেন সাগরদিঘির পাটকেলডাঙ্গা পঞ্চায়েতের মাদারগাছি গ্রামের মুন্সি টুডু (৪০)। পরিযায়ী শ্রমিকের কাজের জন্য আর পাঁচজন শ্রমিকের মতো মুন্সিও রওনা দিয়েছিলেন কেরালার উদ্দেশ্যে।
মুন্সি টুডু
মুন্সি টুডু
advertisement

এছাড়াও এই গ্রামেরই আরও দুই পরিযায়ী শ্রমিক শম্ভুলাল কিসকু ও শীলবানী টুডু আহত হয়ে বালেশ্বরের হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই পরিবারের লোকজন রওনা দিয়েছেন তাঁদের কাছে। পরিবারের দাবি, মৃতদেহ যেন বাড়িতে নিয়ে আসা হয় সেই ব্যবস্থা করুক সরকার। মৃতের ভাই রাজেশ হেমব্রম বলেন, ‘ট্রেন দুর্ঘটনার খবর জানতে পেরে আমি দাদাকে ফোন করেছিলাম। অপরিচিত একজন দাদার পকেট থেকে ফোনটা বের করে ফোন ধরে জানায় দাদার মৃত্যু হয়েছে। আমরা চাই দাদার মৃতদেহ গ্রামে নিয়ে আসার ব্যবস্থা করা হোক। আমাদের এলাকায় কাজ না থাকায় পরিবার ছেড়ে দাদা কেরালা যাচ্ছিল। তাই আমরা সরকারি সাহায্যের আর্জি জানাচ্ছি।’

advertisement

আরও পড়ুন: কোথায় যাত্রী সুরক্ষা? প্রতি দিন দেশে ৭২ জনের রেল দুর্ঘটনায় মৃত্যু হয়! NCRB-র চাঞ্চল্যকর তথ্য

জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ভারতী হাঁসদা বলেন, ‘আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। মুন্সি টুডুর মৃতদেহ গ্রামের নিয়ে আসার সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। যে দুজন আহত হয়েছেন তাঁদেরকেও ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।’ শুক্রবার মুর্শিদাবাদের সালার থানার তালিবপুরের ৬ জন শ্রমিক কাজে যাচ্ছিলেন কেরালায়। শালিমার স্টেশন থেকে করমণ্ডল এক্সপ্রেসে উঠেছিলেন। দুর্ঘটনার সময় ট্রেনের মধ্যে থেকে দুর্ঘটনার ভয়াবহতা কতটা তা সচক্ষে অনুভব করেছেন তাঁরা, এখনও চোখে মুখে আতঙ্ক।

advertisement

আরও পড়ুন: বেড়েই চলেছে মৃত্যুমিছিল! করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৯৪

হঠাৎ বিকট আওয়াজ তারপর সবকিছু চুরমার, চারিদিকে আর্তনাদ। কারও হাত ভাঙা, কারও পা ভাঙা, কারও দেহ ছিন্ন ভিন্ন হয়ে লুটোপুটি খাচ্ছে। কিন্তু ট্রেনের মধ্যে থেকেও ফিরে এসেছেন ৫জন। তাঁদের অভিজ্ঞতা সেই ভয়াবহ মুহুর্তের কথা জানালেন তাঁরা। রাজেশ শেখ বলেন, ‘আমি নিজের সিটেই বসেছিলাম। হঠাৎ একটা বিকট আওয়াজ হয়। তারপরেই জানলা দিয়ে তাকিয়ে দেখি ট্রেন লাইনের বাইরে নিয়ে যাচ্ছে। তারপরেই আর একটা ট্রেনের উপর আমাদের বগিটা উঠে যায়। কোনও রকমে ট্রেনের বগি থেকে বেড়িয়ে আসি। চারিদিকে শুধুই মৃতদেহ। সেই দৃশ্য আমি কোনও দিন ভুলব না।’

advertisement

তবে এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি অপর এক শ্রমিকের। ট্রেন দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকে উৎকণ্ঠায় পরিবার। ফারাক্কা ব্লকের বেওয়া গ্রাম পঞ্চায়েতের বাঁকা গ্রামের প্রেমিক ঘোষ এখনও নিখোঁজ। ট্রেনে ওঠা পর্যন্ত মায়ের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। বেঙ্গালুরু থেকে ফিরছিলেন। কিন্তু দুর্ঘটনার পর থেকে প্রেমিকের আর কোনও খোঁজ পাচ্ছে না পরিবারের লোকেরা। বাবা ও মা, ছেলে কখন ফিরবে চোখের জলে সময় কাটাচ্ছেন। অপেক্ষায় রয়েছেন ছেলের বাড়ি ফিরে আসার। ফারাক্কার অর্জুনপুরের বাসিন্দা সুভাষ মণ্ডল করমণ্ডলে চেন্নাইয়ে যাচ্ছিলেন রাজমিস্ত্রীর কাজে। শালিমার থেকে ট্রেনে উঠেছিলেন। ট্রেন দুর্ঘটনার মাথা ফেটে যায় তাঁর। সেই মাথা ফাটা নিয়েই কোনও রকমে বাড়ি ফিরেছেন। কিন্তু প্রাণে বেঁচে ফিরলেও এখনও ভুলতে পারছেন না সেই দুর্ঘটনার কথা। ট্রেন দুর্ঘটনার পর থেকে কোনও খোঁজ পাওয়া যায়নি ফরাক্কার বেওয়া ১নং পঞ্চায়েতের পলাশী এলাকার বাসিন্দা দীপঙ্কর মণ্ডলের। ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পরিবারের লোকেরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পটাশপুরে ৪ দিনের জমাটি ক্রিকেট টুর্নামেন্ট! ব্যাট-বলের লড়াই দেখতে জনসমুদ্র
আরও দেখুন

প্রণব বন্দ্যোপাধ্যায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Coromandel Express Accident: 'এক অপরিচিত দাদার পকেট থেকে ফোন বের করে জানাল, ও মরে গেছে! তাহলে?'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল