এই ইউনিট চালু হলে শুধুমাত্র পুরুলিয়া নয়, আশেপাশের জেলা থেকেও বহু মানুষ উন্নতমানের চোখের চিকিৎসা পরিষেবা পাবেন। হাসপাতাল কর্তৃপক্ষের লক্ষ্য, আগামীদিনে এই কর্নিয়া ইউনিটের সমস্ত পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া, যাতে প্রত্যন্ত এলাকার মানুষও আধুনিক চোখের চিকিৎসার সুযোগ নিতে পারেন নেতাজি আই হাসপাতালে।
আরও পড়ুন: ভেঙে গিয়েছিল অস্থায়ী সেতু, সমস্যায় পড়েছিলেন বাসিন্দারা! এবার নিজেদের উদ্যোগেই বানালেন বাঁশের সাঁকো
advertisement
নেতাজি আই হাসপাতালের স্পেশ্যাল অফিসার অপারেশন রাজশেখর চক্রবর্তী জানান, “আমরা খুব শীঘ্রই হাসপাতালের চক্ষু বিভাগে আধুনিক কর্নিয়া ইউনিট চালু করতে চলেছি। এর ফলে কলকাতা বা বিদেশের ব্যয়বহুল হাসপাতালে না গিয়েও মানুষ স্বল্পমূল্যে অত্যাধুনিক চক্ষু চিকিৎসা পাবেন নেতাজি আই হাসপাতালেই এবং আগামীদিনে এই পরিষেবা আমরা সম্পূর্ণ বিনামূল্যেও মানুষকে প্রদান করার চেষ্টা করব।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই উদ্যোগের ফলে পুরুলিয়া জেলার চিকিৎসা পরিষেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেই আশাবাদী স্থানীয় বাসিন্দারা। পুরুলিয়াতেই আধুনিক এই চক্ষু চিকিৎসা পরিষেবা চালু হতে গেলে উপকৃত হবেন আর্থিক ভাবে পিছিয়ে পড়া বহু মানুষ। হাসপাতালে চোখের চিকিৎসা করাতে আসা রোগী বিনীতা মণ্ডল বলেন, “নেতাজি আই হাসপাতালের চক্ষু বিভাগে আধুনিক ‘কর্নিয়া ইউনিট’ চালু হলে আমরা, যারা প্রত্যন্ত এলাকার মানুষজন শহরে গিয়ে চোখের চিকিৎসা করাতে পারি না, তারা ভীষণভাবে উপকৃত হব। ইতিমধ্যেই হাসপাতালটি বিনামূল্যে পরিষেবা দিয়ে আমাদের অনেক সাহায্য করছে। তার উপর এই ‘কর্নিয়া ইউনিট’ চালু হলে তা হবে দৃষ্টিশক্তি রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।”





