TRENDING:

North 24 Parganas News: অবিরাম বর্ষণে চাষ জমিতে জল থৈ থৈ! নষ্ট ফসল! ঋণ শোধের চিন্তায় কপালে হাত কৃষকদের

Last Updated:

North 24 Parganas News: টানা বৃষ্টির কারণে সবজি গাছের গোড়ায় জল দাঁড়িয়ে গিয়ে পচন দেখা দেওয়ায় কৃষকরা এখন মহাবিপদে পড়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: অবিরাম বর্ষণে চাষ জমিতে জল থৈ থৈ। বসিরহাটে নষ্ট কৃষকের ফসল, ঋণ শোধের চিন্তা। গত কয়েকদিন ধরে চলমান ভারী বর্ষণে বসিরহাট এবং সুন্দরবন সংলগ্ন এলাকার কৃষকদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। কৃষিজমি এখন হাঁটু থেকে কোমর পর্যন্ত জলে ভরপুর। পটল, ঝিঙে, বেগুন-সহ নানা শস্য এবং পাটের ক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। অনেক কৃষক ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন। কিন্তু এখন ফসল নষ্ট হওয়ায় তাঁরা চরম দুশ্চিন্তায় পড়েছেন। এক কৃষক বলেন, “সারা বছরের শ্রম এবং টাকা ডুবল জলে। এখন ঋণ শোধ করব কীভাবে?” অন্য দিকে জলের স্তর না কমলে সবজি এবং অন্যান্য ফসলও মারাত্মক ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কৃষি বিশেষজ্ঞরা।
advertisement

এমন অবস্থায় কৃষকদের জরুরি ভিত্তিতে প্রয়োজন দ্রুত জলের নিষ্কাশন ব্যবস্থা। স্থানীয় বাজারেও এই সঙ্কটের প্রভাব পড়তে শুরু করেছে। সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে, যা সাধারণ উপভোক্তাদের জন্য নতুন চাপ তৈরি করছে। কৃষকদের এই সংকট থেকে উত্তরণে জরুরি ভিত্তিতে প্রশাসনিক হস্তক্ষেপ এখন সময়ের দাবি।

টানা বৃষ্টির কারণে সবজি গাছের গোড়ায় জল দাঁড়িয়ে গিয়ে পচন দেখা দেওয়ায় কৃষকরা এখন মহাবিপদে পড়েছেন। একদিকে ফসল নষ্ট হওয়ার ক্ষতি, অন্যদিকে বীজ, সার, কীটনাশকের খরচ—সব মিলিয়ে আর্থিক দিক থেকেও বিপাকে পড়েছেন তাঁরা। এখন কবে বর্ষণ থামবে এবং কবে মাটি শুকাবে, সেই আশাতেই দিন গুনছেন কৃষকরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: অবিরাম বর্ষণে চাষ জমিতে জল থৈ থৈ! নষ্ট ফসল! ঋণ শোধের চিন্তায় কপালে হাত কৃষকদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল