TRENDING:

LPG Gas Cylinders: ১৫-২০ দিনেই শেষ হয়ে যাচ্ছে রান্নার গ্যাস? সিলিন্ডারের গ্যাস মাপতেই যা বেরিয়ে এল..., সতর্ক না হলেই ফাঁসবেন

Last Updated:

LPG Gas Cylinders: রান্নার গ্যাস সময়ের আগেই ফুরিয়ে যাচ্ছে! ডেলিভারি বয় নিচ্ছে অতিরিক্ত চার্জ! অভিযোগ সরবরাহের পর প্রতিটি সিলিন্ডারেই মিলছে কম পরিমাণ গ্যাস। সতর্ক হোন আপনিও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়: রান্নার গ্যাস সময়ের আগেই ফুরিয়ে যাচ্ছে! ডেলিভারি বয় নিচ্ছে অতিরিক্ত চার্জ! অভিযোগ সরবরাহের পর প্রতিটি সিলিন্ডারেই মিলছে কম পরিমাণ গ্যাস। ডেলিভারি করতেও নেওয়া হচ্ছে অতিরিক্ত চার্জ, বিষয়গুলি নিয়েই এবার ক্ষোভে ফেটে পড়লেন মধ্যমগ্রামের পশ্চিম চণ্ডীগড় এলাকার বাসিন্দারা।
advertisement

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই গ্যাস ডেলিভারির সময় প্রতিনিয়ত ১.৫ থেকে ২ কেজি গ্যাস কম দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, গৃহস্থের কাছ থেকে জোর করেই পাইপ কিনতে বাধ্য করা হচ্ছে। না কিনলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

আরও পড়ুন- ভয়ঙ্কর দুঃসময়…! ১০০ বছর পর চন্দ্রগ্রহণে রাহু গ্রহণ যোগ, ৪ রাশির বিরাট ফাঁড়া, সতর্ক না হলেই পদে পদে চরম বিপদ, আপনার কপালে কী?

advertisement

এদিন এলাকার একটি বাড়িতে গ্যাস পৌঁছে দিতে আসলে, স্থানীয় বাসিন্দারা সিলিন্ডারের গ্যাস মেপে দেখেন, প্রায় দেড় কেজি গ্যাস কম রয়েছে। সঙ্গে সঙ্গেই প্রতিবাদ করেন এলাকার মানুষজন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মধ্যমগ্রাম থানার পুলিশ। পাশাপাশি উপস্থিত হন গ্যাস সংস্থার কর্মীরাও।

View More

আরও পড়ুন-তেড়ে আসছে ঝড়-তুফান…! দমকা ঝোড়ো হাওয়া, ‘তোলপাড়’ ভারী বৃষ্টিতে তছনছ হবে দক্ষিণের ৬ জেলা, এল আবহাওয়ার বড় আপডেট

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

ডিলারের পক্ষ থেকে অবশ্য গ্যাসের ওজন কম থাকার অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়। তবে পাইপ কিনতে বাধ্য করার অভিযোগের কোনও সদুত্তর মেলেনি।  ডিলারের দাবি, নিরাপত্তার কারণেই পাইপ বদলানোর পরামর্শ দেওয়া হয়। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, এ ধরনের বেনিয়ম বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন সকলে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
LPG Gas Cylinders: ১৫-২০ দিনেই শেষ হয়ে যাচ্ছে রান্নার গ্যাস? সিলিন্ডারের গ্যাস মাপতেই যা বেরিয়ে এল..., সতর্ক না হলেই ফাঁসবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল