নানুরের বিজেপি কর্মীর দেহ নিয়ে টানাপোড়েন চলল কলকাতার এনআরএস থেকে বীরভূমের সিয়ান হাসপাতাল পর্যন্ত। ৬ তারিখ সন্ধেয় বিজেপি কর্মীর স্বরূপ গড়াইয়ের মৃত্যু হয় কলকাতার বেসরকারি হাসপাতালে। ময়নাতদন্তের জন্য দেহ আনা হয় এনআরএস হাসপাতালে।
ময়নাতদন্তের পরে বিজেপি সদর দফতরে দেহ নিয়ে যেতে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। দেহ না নিয়েই হাসপাতাল ছাড়ে স্বরূপ গড়াইয়ের পরিবার। পরিবারের কাউকে কিছু না জানিয়ে পুলিশ দেহ বোলপুর পাঠিয়ে দেয় বলে অভিযোগ। এনআরএসের ডেপুটি সুপারের কাছে লিখিত অভিযোগ জানান নিহত বিজেপি কর্মীর স্ত্রী।
advertisement
দেহ চুরির অভিযোগ তুলেছে নিহত বিজেপি কর্মীর পরিবার। তবে সোমবার রাতেই দেহ পৌঁছয় বোলপুরের সিয়ান হাসপাতালের মর্গে (বডির ছবি)। দেহ নিয়ে যাওয়ার জন্য স্বরূপ গড়াইয়ের বাড়িতে নোটিশও দেওয়া হয়। তবে তাতে রাজি হননি বিজেপি কর্মীর পরিবার। এমনকী পুলিশের নোটিশ ছিঁড়েও ফেলা হয়। শুরু হয় রাজনৈতিক বিতর্ক।