TRENDING:

ওয়ার্ড জুড়ে ২৫০ থেকে ৩০০ বছরের পুরনো বাড়ির ছড়াছড়ি! টানা বৃষ্টিতে ব্যাপক আতঙ্ক

Last Updated:

গত বৃহস্পতিবার রাতে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল জয়নগর-মজিলপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের প্রায় ৩০০ বছরের পুরনো একটি বাড়ি। তারপর থেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। কারণ ওই ভাঙা বাড়ির ঠিক পাশেই রয়েছে বহু প্রাচীন অন্নপূর্ণা মন্দির

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়নগর, দক্ষিণ ২৪ পরগণা, সুমন সাহা: এই বছর বর্ষাকালে ক’দিন রোদের দেখা পাওয়া গিয়েছে তা গাঁটে গুণে বলে দেওয়া যাবে। বৃষ্টি যেন কিছুতেই থামতে চাইছে না। আর তাতেই আতঙ্ক বেড়েছে জয়নগর-মজিলপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের মিত্রপাড়ার বাসিন্দাদের। সম্প্রতি ৩০০ বছরের পুরনো একটি বাড়ি ভেঙে পড়ার পর থেকেই তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা চান, ওয়ার্ডের প্রাচীন ভগ্নপ্রায় সমস্ত বাড়ি ভেঙে ফেলা হোক।
advertisement

গত বৃহস্পতিবার রাতে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল জয়নগর-মজিলপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের প্রায় ৩০০ বছরের পুরনো একটি বাড়ি। তারপর থেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। কারণ ওই ভাঙা বাড়ির ঠিক পাশেই রয়েছে বহু প্রাচীন অন্নপূর্ণা মন্দির। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে সেই মন্দিরের উপর থেকেও চাঙর ভেঙে পড়তে শুরু করেছে। এদিকে ওই মন্দিরের পাশ দিয়েই যাতায়াত করেন ওয়ার্ডের একাধিক পরিবারের সদস্যরা।

advertisement

আরও পড়ুন: বিডিও’র কাছে জোর ধমক খেলেন প্রধান শিক্ষক! কারণ জানলে অবাক হবেন

মন্দিরের উঁচু স্তম্ভ আর খিলান থেকে চাঙর খসে পড়া শুরু হতেই দুশ্চিন্তায় পড়েছেন মন্দির লাগোয়া বাসিন্দারা। দুর্ঘটনা এড়াতে পুরসভার কাছে ওই মন্দির ভাঙার আর্জি জানিয়েছেন এলাকার মানুষ। তবে বৃহস্পতিবার রাতে ভেঙে পড়া ভগ্নপ্রায় বাড়িটি পুরোপুরি ভেঙে ফেলার কাজ শুরু করে দিয়েছে জয়নগর মজিলপুর পুরসভা। এই বাড়ি ভাঙার ব্যাপারটি মাইকিংয়ের মাধ্যমে পুরসভার পক্ষ থেকে এলাকার মানুষদের সচেতন করা হয়।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই বিষয়ে জয়নগর মজিলপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরপ্রধান বলেন, বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। যাতে পুরসভার তরফ থেকে আরও যে সমস্ত ভগ্নপ্রায় বাড়িগুলি আছে সেগুলি আমরা চিহ্নিত করার পর ওই বাড়ির মালিকদের বলে দেওয়া হবে, তারা যেন যত তাড়াতাড়ি সম্ভব ওই বাড়িগুলি ভেঙে ফেলেন। যদি বাড়ির মালিক ওই বাড়িগুলি না ভাঙে, তাহলে পুরসভার তরফ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ওয়ার্ড জুড়ে ২৫০ থেকে ৩০০ বছরের পুরনো বাড়ির ছড়াছড়ি! টানা বৃষ্টিতে ব্যাপক আতঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল