বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জেরে একটানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন মৃৎশিল্পীরা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝে দিন দুয়েকের জন্য আবহাওয়া কিছুটা ভাল হলেও টানা স্বস্তি মেলার সম্ভাবনা কম।
advertisement
পরিস্থিতি এতটাই গুরুতর যে কোথাও হাঁটু জল, তো কোথাও বাঁ কোমর সমান জমা জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। ফলে দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষের। কিন্তু এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন মৃৎশিল্পীরা। তাঁদের কাছে দূরদূরান্ত থেকে প্রতিমা তৈরির অর্ডার থাকলেও, টানা বৃষ্টিতে কাজের গতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মৃৎশিল্পীরা জানান, সূর্যের দেখা না মেলায় মাটি শুকোচ্ছে না। ফলে নতুন প্রতিমা তৈরির কাজে বারবার আটকে যাচ্ছে। রং-আঠা শুকোতেও বিপাকে পড়ছেন তাঁরা।
প্রযুক্তিগতভাবে মেশিনের মাধ্যমে গরম হাওয়া ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। এমনকি নব্বই শতাংশ তৈরি প্রতিমাগুলোও অতিবৃষ্টির কারণে বহুবার ক্ষতির মুখে পড়ছে। এর ফলে যেমন শিল্পীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে, তেমনই আতঙ্ক বাড়ছে পুজো উদ্যোক্তাদের মধ্যেও।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিবারই পুজোর আগে বৃষ্টি হওয়া কিংবা পুজোর মধ্যে বৃষ্টি থাকা নতুন কোনও বিষয় নয়। কিন্তু এ বছরে বৃষ্টির বাড়াবাড়ি যেন চরমে। তাই এই বছর সমস্যা ও আশঙ্কা সবচেয়ে বেশি দেখা দিয়েছে। তবে এই পরিস্থিতিতেও হাল ছাড়তে রাজি নয় মৃৎশিল্পীরা। তাঁদের আশা শেষ পর্যন্ত বৃষ্টি থেমে টানা রোদ উঠলে সবটা সামলে নেওয়া যাবে।