TRENDING:

Bengali Fisherman Dies in Pakistan: পাকিস্তানের জেলেই রহস্যমৃত্যু, দশ দিন পর বাড়ি ফিরল কাঁথির মৎস্যজীবীর দেহ! এখনও ধোঁয়াশায় পরিবার

Last Updated:

শেষ পর্যন্ত গত ৪ ডিসেম্বর আটারি সীমান্ত হয়ে ভারতে পৌঁছয় স্বপনবাবুর মৃতদেহ৷ তার পর রবিবার মৃত মৎস্যজীবীর দেহ পৌঁছয় কাঁথির বাড়িতে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঁথি: প্রায় বছর দেড়েক পাকিস্তানের জেলেই বন্দি ছিলেন৷ কাঁথির মৎস্যজীবী স্বপন রানা একদিন ঠিক বাড়ি ফিরে আসবেন, সেই অপেক্ষাতেই দিন গুনছিলেন তাঁর পরিবার৷ কিন্তু রহস্যজনক ভাবে পাকিস্তানের জেলেই মৃত্যু হল কাঁথির মৎস্যজীবী স্বপন রানার৷ মৃত্যুর প্রায় দশ দিন পর অবশেষে পাকিস্তান থেকে কাঁথির বাড়িতে এসে পৌঁছল মৃত স্বপনবাবুর দেহ৷
মৃত মৎস্যজীবী স্বপন রানা৷
মৃত মৎস্যজীবী স্বপন রানা৷
advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর চারেক আগে গুজরাতে মাছ ধরার কাজে যান স্বপন রানা৷ বছর দুয়েক আগে স্বপনবাবুর পরিবার জানতে পারে, মাছ ধরতে গিয়ে ভুলবশত পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়ে স্বপনবাবুদের ট্রলার৷ তখনই তাঁদের আটক করে পাকিস্তানের নৌসেনা৷

এর পর থেকে প্রায় দেড় বছর পাকিস্তানের জেলেই বন্দি ছিলেন স্বপনবাবু৷ তাঁকে পাকিস্তানের জেল থেকে ছাড়িয়ে আনার জন্য পরিবারের পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন স্তরে যোগাযোগ করেও লাভ হয়নি৷ এরই মধ্যে গত ২৭ নভেম্বর বিদেশমন্ত্রকের পক্ষ থেকে স্বপনবাবুর পরিবারকে জানানো হয়, অসুস্থতার কারণে পাকিস্তানের জেলেই মৃত্যু হয়েছে স্বপন রানার৷

advertisement

শেষ পর্যন্ত গত ৪ ডিসেম্বর আটারি সীমান্ত হয়ে ভারতে পৌঁছয় স্বপনবাবুর মৃতদেহ৷ তার পর রবিবার মৃত মৎস্যজীবীর দেহ পৌঁছয় কাঁথির বাড়িতে৷ দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা৷ তবে শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনও কারণে স্বপনবাবুর মৃত্যু হয়েছে, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে মৃত মৎস্যজীবীর পরিবারের৷

রবিবার কাঁথিতেই মৃত স্বপনবাবুর শেষকৃত্য সম্পন্ন হয়৷ জেলা প্রশাসনের পক্ষ থেকে কাঁথির এসডিও প্রতীক ধুমাল, বিডিও এবং থানার আধিকারিকরা উপস্থিত ছিলেন৷ প্রশাসনের পক্ষ থেকে মৃত মৎস্যজীবীর পরিবারের পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়েছে৷ রাজ্য সরকারের নির্দেশে গোটা প্রক্রিয়ার তদারকি করেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ইউনিস রিসিন ইসমাইল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কৃত্রিম বৃষ্টিতে সবুজে ভরছে চা বাগান, ডুয়ার্স-তরাইয়ে স্প্রিংকলার সেচের সাফল্য
আরও দেখুন

মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী বলেন, ‘প্রতিবেশী দেশের মৎস্যজীবীরা আমাদের জলসীমায় ভুল করে চলে এলেও আমরা তাঁদের সঙ্গে অমানবিক আচরণ করি না৷ কিন্তু এক্ষেত্রে পাকিস্তানের জেলে বন্দি থাকা অবস্থায় এই মৎস্যজীবীর সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে বলে অভিযোগ৷ ওঁকে ঠিকমতো খেতে পর্যন্ত দেওয়া হয়নি বলে অভিযোগ৷ ফলে রুগ্ন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ৷ এটা খুবই দুর্ভাগ্যজনক৷’ কাঁথির মৎস্যজীবী স্বপন রানার মৃত্যু রহস্যের আন্তর্জাতিক তদন্তেরও দাবি জানিয়েছেন রাজ্যের মৎস্যমন্ত্রী৷ দিঘা শঙ্করপুর ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি শঙ্কর দাসেরও দাবি, ভুলবশতই পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়েছিল স্বপন রানাদের ট্রলার৷ তাঁর অনুমান, স্থানীয় বাসিন্দা না হওয়ায় আন্তর্জাতিক জলসীমা বুঝতেও ভুল হয়েছিল স্বপন এবং তাঁর সঙ্গীদের৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali Fisherman Dies in Pakistan: পাকিস্তানের জেলেই রহস্যমৃত্যু, দশ দিন পর বাড়ি ফিরল কাঁথির মৎস্যজীবীর দেহ! এখনও ধোঁয়াশায় পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল