TRENDING:

Bengali Fisherman Dies in Pakistan: পাকিস্তানের জেলেই রহস্যমৃত্যু, দশ দিন পর বাড়ি ফিরল কাঁথির মৎস্যজীবীর দেহ! এখনও ধোঁয়াশায় পরিবার

Last Updated:

শেষ পর্যন্ত গত ৪ ডিসেম্বর আটারি সীমান্ত হয়ে ভারতে পৌঁছয় স্বপনবাবুর মৃতদেহ৷ তার পর রবিবার মৃত মৎস্যজীবীর দেহ পৌঁছয় কাঁথির বাড়িতে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঁথি: প্রায় বছর দেড়েক পাকিস্তানের জেলেই বন্দি ছিলেন৷ কাঁথির মৎস্যজীবী স্বপন রানা একদিন ঠিক বাড়ি ফিরে আসবেন, সেই অপেক্ষাতেই দিন গুনছিলেন তাঁর পরিবার৷ কিন্তু রহস্যজনক ভাবে পাকিস্তানের জেলেই মৃত্যু হল কাঁথির মৎস্যজীবী স্বপন রানার৷ মৃত্যুর প্রায় দশ দিন পর অবশেষে পাকিস্তান থেকে কাঁথির বাড়িতে এসে পৌঁছল মৃত স্বপনবাবুর দেহ৷
মৃত মৎস্যজীবী স্বপন রানা৷
মৃত মৎস্যজীবী স্বপন রানা৷
advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর চারেক আগে গুজরাতে মাছ ধরার কাজে যান স্বপন রানা৷ বছর দুয়েক আগে স্বপনবাবুর পরিবার জানতে পারে, মাছ ধরতে গিয়ে ভুলবশত পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়ে স্বপনবাবুদের ট্রলার৷ তখনই তাঁদের আটক করে পাকিস্তানের নৌসেনা৷

এর পর থেকে প্রায় দেড় বছর পাকিস্তানের জেলেই বন্দি ছিলেন স্বপনবাবু৷ তাঁকে পাকিস্তানের জেল থেকে ছাড়িয়ে আনার জন্য পরিবারের পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন স্তরে যোগাযোগ করেও লাভ হয়নি৷ এরই মধ্যে গত ২৭ নভেম্বর বিদেশমন্ত্রকের পক্ষ থেকে স্বপনবাবুর পরিবারকে জানানো হয়, অসুস্থতার কারণে পাকিস্তানের জেলেই মৃত্যু হয়েছে স্বপন রানার৷

advertisement

শেষ পর্যন্ত গত ৪ ডিসেম্বর আটারি সীমান্ত হয়ে ভারতে পৌঁছয় স্বপনবাবুর মৃতদেহ৷ তার পর রবিবার মৃত মৎস্যজীবীর দেহ পৌঁছয় কাঁথির বাড়িতে৷ দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা৷ তবে শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনও কারণে স্বপনবাবুর মৃত্যু হয়েছে, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে মৃত মৎস্যজীবীর পরিবারের৷

রবিবার কাঁথিতেই মৃত স্বপনবাবুর শেষকৃত্য সম্পন্ন হয়৷ জেলা প্রশাসনের পক্ষ থেকে কাঁথির এসডিও প্রতীক ধুমাল, বিডিও এবং থানার আধিকারিকরা উপস্থিত ছিলেন৷ প্রশাসনের পক্ষ থেকে মৃত মৎস্যজীবীর পরিবারের পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়েছে৷ রাজ্য সরকারের নির্দেশে গোটা প্রক্রিয়ার তদারকি করেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ইউনিস রিসিন ইসমাইল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জেলার বুকে একটুকরো পার্ক স্ট্রিট! বড়দিন থেকে বর্ষবরণ উৎসবের বিরাট আয়োজন, দেখুন
আরও দেখুন

মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী বলেন, ‘প্রতিবেশী দেশের মৎস্যজীবীরা আমাদের জলসীমায় ভুল করে চলে এলেও আমরা তাঁদের সঙ্গে অমানবিক আচরণ করি না৷ কিন্তু এক্ষেত্রে পাকিস্তানের জেলে বন্দি থাকা অবস্থায় এই মৎস্যজীবীর সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে বলে অভিযোগ৷ ওঁকে ঠিকমতো খেতে পর্যন্ত দেওয়া হয়নি বলে অভিযোগ৷ ফলে রুগ্ন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ৷ এটা খুবই দুর্ভাগ্যজনক৷’ কাঁথির মৎস্যজীবী স্বপন রানার মৃত্যু রহস্যের আন্তর্জাতিক তদন্তেরও দাবি জানিয়েছেন রাজ্যের মৎস্যমন্ত্রী৷ দিঘা শঙ্করপুর ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি শঙ্কর দাসেরও দাবি, ভুলবশতই পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়েছিল স্বপন রানাদের ট্রলার৷ তাঁর অনুমান, স্থানীয় বাসিন্দা না হওয়ায় আন্তর্জাতিক জলসীমা বুঝতেও ভুল হয়েছিল স্বপন এবং তাঁর সঙ্গীদের৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali Fisherman Dies in Pakistan: পাকিস্তানের জেলেই রহস্যমৃত্যু, দশ দিন পর বাড়ি ফিরল কাঁথির মৎস্যজীবীর দেহ! এখনও ধোঁয়াশায় পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল