TRENDING:

Medical Student: কলেজের তিনতলার ছাদ থেকে ঝাঁপ, গুরুতর জখম কসবার ছাত্রী! কাঁথির ঘটনায় বিরাট চাঞ্চল‍্য

Last Updated:

Medical Student: তিনতলার ছাদ থেকে পড়ে গুরুতর জখম কলেজ ছাত্রী। ঘটনাটি ঘটেছে কাঁথির রঘুনাথ আয়ুর্বেদ কলেজে। সূত্রের খবর অনুযায়ী, ছাত্রীর বাড়ি কলকাতার কসবায়। মারাত্মক জখম অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিত্‍সাধীন ওই ছাত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঁথি: তিনতলার ছাদ থেকে পড়ে গুরুতর জখম কলেজ ছাত্রী। ঘটনাটি ঘটেছে কাঁথির রঘুনাথ আয়ুর্বেদ কলেজে। সূত্রের খবর অনুযায়ী, ছাত্রীর বাড়ি কলকাতার কসবায়। মারাত্মক জখম অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিত্‍সাধীন ওই ছাত্রী।
কলেজের তিনতলার ছাদ থেকে ঝাঁপ, গুরুতর জখম কসবার ছাত্রী! কাঁথির ঘটনায় বিরাট চাঞ্চল‍্য
কলেজের তিনতলার ছাদ থেকে ঝাঁপ, গুরুতর জখম কসবার ছাত্রী! কাঁথির ঘটনায় বিরাট চাঞ্চল‍্য
advertisement

রঘুনাথ আয়ুর্বেদ কলেজের ঘটনায় চাঞ্চল‍্য এলাকায়। গুরুতর জখম হয়েছেন ওই ছাত্রী। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কাঁথি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ার কারণে রেফার। বর্তমানে কলকাতার একটি বেসরকারী হাসপাতালে চিকিত্‍সা চলছে জখম পড়ুয়ার।

আও পড়ুন: আপনার বাইকের মাইলেজ কি কমে গিয়েছে? এই একটি জিনিস বদলে ফেলুন…খরচ মাত্র ১০০ টাকা!

advertisement

সূত্রের খবর অনুযায়ী, কলেজের তিন তলা থেকে ঝাঁপ দিয়েছে ওই ছাত্রী। কিন্ত কেন ঝাঁপ দিলেন তিনি? এখনও পর্যন্ত অধরা কারণ। রঘুনাথ আয়ুর্বেদ কলেজে প্রথম বর্ষের ছাত্রী ওই পড়ুয়া। ছাত্রীর বাড়ি কলকাতার কসবায়। জানা গিয়েছে নাম সমর্ণিতা দত্ত।

আরও পড়ুন: প্রোটিনের খনি, পুষ্টির সেরা উত্‍স! নিশ্চিন্তে খাচ্ছেন সয়াবিন, তলে তলে বাড়ছে না তো ইউরিক অ‍্যাসিড? শরীর ঝাঁঝরা হওয়ার আগে জানুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের পরেই মেডিক‍্যাল কলেজে থ্রেট কালচার নিয়ে উঠেছে বড় অভিযোগ। গতকাল, রবিবারই ফের আরজি কর হাসপাতালে রক্তাক্ত অবস্থায় উদ্ধার নার্সিং পড়ুয়া। রুমমেটদের সঙ্গে অশান্তির জেরেই নাকি আত্মহত্যার চেষ্টা করেন ওই পড়ুয়া। কাঁথির ঘটনার ক্ষেত্রেও সবদিক খতিয়ে দেখছে কাঁথি থানার পুলিশ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Medical Student: কলেজের তিনতলার ছাদ থেকে ঝাঁপ, গুরুতর জখম কসবার ছাত্রী! কাঁথির ঘটনায় বিরাট চাঞ্চল‍্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল