রঘুনাথ আয়ুর্বেদ কলেজের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। গুরুতর জখম হয়েছেন ওই ছাত্রী। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কাঁথি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ার কারণে রেফার। বর্তমানে কলকাতার একটি বেসরকারী হাসপাতালে চিকিত্সা চলছে জখম পড়ুয়ার।
আও পড়ুন: আপনার বাইকের মাইলেজ কি কমে গিয়েছে? এই একটি জিনিস বদলে ফেলুন…খরচ মাত্র ১০০ টাকা!
advertisement
সূত্রের খবর অনুযায়ী, কলেজের তিন তলা থেকে ঝাঁপ দিয়েছে ওই ছাত্রী। কিন্ত কেন ঝাঁপ দিলেন তিনি? এখনও পর্যন্ত অধরা কারণ। রঘুনাথ আয়ুর্বেদ কলেজে প্রথম বর্ষের ছাত্রী ওই পড়ুয়া। ছাত্রীর বাড়ি কলকাতার কসবায়। জানা গিয়েছে নাম সমর্ণিতা দত্ত।
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের পরেই মেডিক্যাল কলেজে থ্রেট কালচার নিয়ে উঠেছে বড় অভিযোগ। গতকাল, রবিবারই ফের আরজি কর হাসপাতালে রক্তাক্ত অবস্থায় উদ্ধার নার্সিং পড়ুয়া। রুমমেটদের সঙ্গে অশান্তির জেরেই নাকি আত্মহত্যার চেষ্টা করেন ওই পড়ুয়া। কাঁথির ঘটনার ক্ষেত্রেও সবদিক খতিয়ে দেখছে কাঁথি থানার পুলিশ।