বর্ধমান শহরে একটি নির্মাণ সংস্থার কর্মী সৌরেন দে। বর্ধমানের তেজগঞ্জ দে পাড়া এলাকার স্থায়ী বাসিন্দা তিনি। গত ২৫ অক্টোবর থেকে তিনি নিখোঁজ। কোনও রকম ভাবেই পরিবারের লোকজন তাঁর সন্ধান করতে পারেনি। শেষমেষ ২৬ তারিখ সকালে বর্ধমান থানায় অভিযোগ জানান তার স্ত্রী। অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
advertisement
এই ঘটনার পিছনে কর্মক্ষেত্রের কোনও যোগসূত্র রয়েছে কিনা সেই বিষয়টি স্পষ্ট নয়। এই নির্মাণ সংস্থায় বিগত দেড় বছর ধরে তিনি কাজ করতেন বলে জানাগিয়েছে। মূলত কাস্টমার কেয়ার বিষয়ক দায়িত্ব সামলাতেন তিনি।
নিখোঁজ ব্যক্তির স্ত্রী সোনালী দে জানান, ‘‘অন্যান্য দিনের মতো সেদিনও কাজে গিয়েছিলেন তিনি। সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ ফোনে আমাদের মধ্যে কথাও হয়েছিল। আমি সেই সময় আমার বাপের বাড়িতে ছিলাম। সেই সময় কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন বলে ফোনে জানিয়েছিল। তারপর থেকে আর ফোনে যোগাযোগ করা যায়নি। পরের সকালে বাড়ি না ফেরার থানায় লিখিত অভিযোগ জানাই। সমস্ত আত্মীয়দের কাছে খবর নেওয়া হয়। এমনকি হাসপাতাল ও সম্ভাব্য সমস্ত জায়গায় খবর নেওয়া হয়। তাতেও কোনও সন্ধান না মেলায় নিখোঁজ ডায়েরি করা হয়।’’
তিনি আরও জানান,এই ধরনের ঘটনা কেন ঘটল কিছু বোঝা যাচ্ছে না। পারিবারিক অশান্তি বা কর্মক্ষেত্রে কোনও সমস্যা ছিল না। এগারো দিনের বেশি সময় গিয়েছে। এই ঘটনায় তাঁকে জোর করে আটকে রাখা হয়েছে বলেই মনে হচ্ছে। অন্য কোনও কারণ রয়েছে কিনা সেই বিষয়ে আমার সম্পূর্ন অন্ধকারে রয়েছি। বর্ধমান থানার পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির হদিশ পেতে সব রকম চেষ্টা চালানো হচ্ছে।