Weather Update: একদিকে পশ্চিমি ঝঞ্ঝা সঙ্গী নিম্নচাপ! আবহাওয়ার চরম বিরূপতায় ভুগবে দেশের নানা প্রান্ত, লেটেস্ট ওয়েদার আপডেট

Last Updated:
কলকাতার ওয়েদার আপডেট অবশ্য স্বস্তিদায়ক, দিনের বেলা তাপমাত্রা খানিকটা বেশি থাকলেও রাতের দিকে তাপমাত্রা নামবে অনেকটাই৷
1/10
#নয়াদিল্লি: বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ৷ যা দক্ষিণ বঙ্গোপসাগরে সামনের সপ্তাহে ঘণীভূত হয়ে যাবে৷ এমনটাই পূর্বাভাস দিয়েছিল অ্যাকুওয়েদার৷ এবার আইএমডি স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি অনুযায়ী সেই নিম্নচাপ রয়েছে এবং ঘণীভূত হচ্ছে৷ এর জেরে সামনের সপ্তাহে দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে ফের বৃষ্টি হবে৷ Photo Courtesy- IMD/Sattellite 
#নয়াদিল্লি: বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ৷ যা দক্ষিণ বঙ্গোপসাগরে সামনের সপ্তাহে ঘণীভূত হয়ে যাবে৷ এমনটাই পূর্বাভাস দিয়েছিল অ্যাকুওয়েদার৷ এবার আইএমডি স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি অনুযায়ী সেই নিম্নচাপ রয়েছে এবং ঘণীভূত হচ্ছে৷ এর জেরে সামনের সপ্তাহে দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে ফের বৃষ্টি হবে৷ Photo Courtesy- IMD/Sattellite 
advertisement
2/10
এদিকে শুধু দক্ষিণ ভারতেই নয়, উত্তর ভারতের বেশ কিছু জায়গায় বৃষ্টি এবং তুষারপাত হবে৷ এর কারণে উত্তর ভারতে আবহাওয়া বেশ খারাপ থাকবে৷
এদিকে শুধু দক্ষিণ ভারতেই নয়, উত্তর ভারতের বেশ কিছু জায়গায় বৃষ্টি এবং তুষারপাত হবে৷ এর কারণে উত্তর ভারতে আবহাওয়া বেশ খারাপ থাকবে৷
advertisement
3/10
এদিকে কলকাতায় আজও হালকা ঠাণ্ডার আমেজ রেখে সকাল শুরু হচ্ছে৷ তবে বেলা বাড়লে ফের ৩০ ডিগ্রি সেলসিয়াসের কোঠা পেরোবে তাপমাত্রা৷ পাশাপাশি বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ হালকাভাবে আকাশে মেঘ থাকতে পারে৷
এদিকে কলকাতায় আজও হালকা ঠাণ্ডার আমেজ রেখে সকাল শুরু হচ্ছে৷ তবে বেলা বাড়লে ফের ৩০ ডিগ্রি সেলসিয়াসের কোঠা পেরোবে তাপমাত্রা৷ পাশাপাশি বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ হালকাভাবে আকাশে মেঘ থাকতে পারে৷
advertisement
4/10
দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মতো৷ আর রাতের দিকে তাপমাত্রা কমে কুড়ির কোঠা থেকে সামাণ্য নামতে পারে৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৬৩ শতাংশ৷ তাই অস্বস্তি থাকবে না৷ Photo Courtesy- Accuweather 
দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মতো৷ আর রাতের দিকে তাপমাত্রা কমে কুড়ির কোঠা থেকে সামাণ্য নামতে পারে৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৬৩ শতাংশ৷ তাই অস্বস্তি থাকবে না৷ Photo Courtesy- Accuweather 
advertisement
5/10
দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই কলকাতার মতোই আবহাওয়া থাকবে৷ অর্থাৎ দিনের তাপমাত্রা ঠিকঠাক থাকলেও রাতের তাপমাত্রা আস্তে আস্তে কমছে৷
দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই কলকাতার মতোই আবহাওয়া থাকবে৷ অর্থাৎ দিনের তাপমাত্রা ঠিকঠাক থাকলেও রাতের তাপমাত্রা আস্তে আস্তে কমছে৷
advertisement
6/10
উত্তরবঙ্গেও তাপমাত্রা কমছে ভালই৷ পাশাপাশি আবহাওয়া হালকা মেঘ রোদের খেলা বজায় থাকবে৷
উত্তরবঙ্গেও তাপমাত্রা কমছে ভালই৷ পাশাপাশি আবহাওয়া হালকা মেঘ রোদের খেলা বজায় থাকবে৷
advertisement
7/10
নর্থ ইন্ডিয়ান ওশান এক্সটেনডেড রেঞ্জ আউটলুক ফর সাইক্লোজেনেসিস ওয়েদার আপডেটে জানিয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহেই একেবারে টাটকা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে৷  যা আগামীতে বড় হবে৷
নর্থ ইন্ডিয়ান ওশান এক্সটেনডেড রেঞ্জ আউটলুক ফর সাইক্লোজেনেসিস ওয়েদার আপডেটে জানিয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহেই একেবারে টাটকা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে৷  যা আগামীতে বড় হবে৷
advertisement
8/10
গোটা উত্তর ভারত জুড়ে প্রবল তুষারপাতের পূর্বাভাস রয়েছে পরিস্থিতির সঙ্গে আরও আবহাওয়ার বিরূপতার সম্ভাবনা রয়েছে৷ আর্দ্র পরিস্থিতির জন্য এইরকম হবে৷ একটি তাজা পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হয়েছে৷ একটি নিম্নচাপ অক্ষরেখা যা ভূমধ্যসাগরের ওপর থেকে তৈরি হয়েছে, তা পূর্বে ভারতের দিকে এগোচ্ছে৷ এর জেরেই উত্তরভারতের বেশ কিছু স্থানে শুক্রবার থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে৷
গোটা উত্তর ভারত জুড়ে প্রবল তুষারপাতের পূর্বাভাস রয়েছে পরিস্থিতির সঙ্গে আরও আবহাওয়ার বিরূপতার সম্ভাবনা রয়েছে৷ আর্দ্র পরিস্থিতির জন্য এইরকম হবে৷ একটি তাজা পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হয়েছে৷ একটি নিম্নচাপ অক্ষরেখা যা ভূমধ্যসাগরের ওপর থেকে তৈরি হয়েছে, তা পূর্বে ভারতের দিকে এগোচ্ছে৷ এর জেরেই উত্তরভারতের বেশ কিছু স্থানে শুক্রবার থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে৷
advertisement
9/10
 আইএমডি  জানিয়েছে পশ্চিমি ঝঞ্ঝার সঙ্গে সাইক্লোনিক সার্কুলেশন যুক্ত হয়ে গিয়ে সেন্ট্রাল পাকিস্তান এবং তার পার্শ্ববর্তী পঞ্জাবে বৃষ্টিপাত ও বরফপাত হবে৷ সোমবার অবধি আবহাওয়ার এই বিরূপতা জারি থাকবে৷
 আইএমডি  জানিয়েছে পশ্চিমি ঝঞ্ঝার সঙ্গে সাইক্লোনিক সার্কুলেশন যুক্ত হয়ে গিয়ে সেন্ট্রাল পাকিস্তান এবং তার পার্শ্ববর্তী পঞ্জাবে বৃষ্টিপাত ও বরফপাত হবে৷ সোমবার অবধি আবহাওয়ার এই বিরূপতা জারি থাকবে৷
advertisement
10/10
কোথাও বিক্ষিপ্তভাবে আবার কোথাও মাঝারিভাবে বৃষ্টি হবে এবং উচ্চতায় বরফপাত হবে৷ এর জেরে জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট বালটিস্তান, মুজফরাবাদ , হিমাচল প্রদেশে শনিবার থেকে যে খারাপ আবহাওয়া শুরু হয়েছে তা চলবে আগামী সোমবার অবধি৷
কোথাও বিক্ষিপ্তভাবে আবার কোথাও মাঝারিভাবে বৃষ্টি হবে এবং উচ্চতায় বরফপাত হবে৷ এর জেরে জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট বালটিস্তান, মুজফরাবাদ , হিমাচল প্রদেশে শনিবার থেকে যে খারাপ আবহাওয়া শুরু হয়েছে তা চলবে আগামী সোমবার অবধি৷
advertisement
advertisement
advertisement