TRENDING:

সুপারের সই জাল করে সিভিক ভলান্টিয়ার নিয়োগ, ধৃত কনস্টেবল

Last Updated:

ধৃত কনস্টেবল হরেন্দ্র পান্ডে ও অপর অভিযুক্ত গোপাল সিংহকে ৫ দিনের পুলিশি হেফাজত চেয়ে বর্ধমান আদালতে তোলা হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: জেলা পুলিশ সুপারের সই ও সিল জাল করে সিভিক ভলান্টিয়ারের ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগে ধৃত এক কনস্টেবল সহ দুই৷ অভিযোগ ভুয়ো নিয়োগপত্র দিয়ে তাকে কাজও করানো হয়৷ ঘটনাটি ঘটেছে বর্ধমানে।
advertisement

ধৃত কনস্টেবল হরেন্দ্র পান্ডে ও অপর অভিযুক্ত গোপাল সিংহকে ৫ দিনের পুলিশি হেফাজত চেয়ে বর্ধমান আদালতে তোলা হয়৷ তাদের বিরুদ্ধে মূল অভিযোগ, দেওয়ানদিঘী থানার জিয়াড়া গ্রামের বাসিন্দা অমর হাজরার কাছ থেকে সিভিক ভলান্টিয়ারের কাজ পাইয়ে দেওয়ার নাম করে তিন দফায় মোট ৫০ হাজার টাকা নেয় ধৃত কনস্টেবল ও তার সাগরেদ। টাকার বিনিময়ে তাকে দেওয়া হয় এসপির সই করা জাল নিয়োগপত্র। সেই অনুযায়ী তাকে শহরের বিভিন্ন প্রান্তে ডিউটিও করানো হয় বলে অভিযোগ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দীর্ঘদিন কাজ করার পরও কোনও বেতন না মেলায় সন্দেহ হওয়ায় ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতেই সামনে আসে আসল চিত্র। এরপরই বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত কনস্টেবল ও তার সাগরেদকে গ্রেফতার করে। ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সুপারের সই জাল করে সিভিক ভলান্টিয়ার নিয়োগ, ধৃত কনস্টেবল