ধৃত কনস্টেবল হরেন্দ্র পান্ডে ও অপর অভিযুক্ত গোপাল সিংহকে ৫ দিনের পুলিশি হেফাজত চেয়ে বর্ধমান আদালতে তোলা হয়৷ তাদের বিরুদ্ধে মূল অভিযোগ, দেওয়ানদিঘী থানার জিয়াড়া গ্রামের বাসিন্দা অমর হাজরার কাছ থেকে সিভিক ভলান্টিয়ারের কাজ পাইয়ে দেওয়ার নাম করে তিন দফায় মোট ৫০ হাজার টাকা নেয় ধৃত কনস্টেবল ও তার সাগরেদ। টাকার বিনিময়ে তাকে দেওয়া হয় এসপির সই করা জাল নিয়োগপত্র। সেই অনুযায়ী তাকে শহরের বিভিন্ন প্রান্তে ডিউটিও করানো হয় বলে অভিযোগ।
advertisement
দীর্ঘদিন কাজ করার পরও কোনও বেতন না মেলায় সন্দেহ হওয়ায় ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতেই সামনে আসে আসল চিত্র। এরপরই বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত কনস্টেবল ও তার সাগরেদকে গ্রেফতার করে। ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 29, 2019 6:30 PM IST