আরও পড়ুন: গরমে চট করে ক্লান্ত হয়ে পড়ছেন? স্বস্তি পেতে চটপট বানিয়ে ফেলুন পুদিনা-দই লস্যি
দেশীয় প্রাজাতির আম গাছে সাধারণত ১ বছর ভাল ফলন হলেও পরের বছর তেমনভাবে ফলনের দেখা মেলেনা। কিন্তু উন্নত প্রাজাতির আম গাছে পৃথিবীর বহু দেশে বিশেষ করে থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন মালেশিয়াতে অনেক গাছ থেকে বছরের বারো মাসেই আম উৎপাদিত হয়। উদ্যোক্তা লিটন এক সময় রাজমিস্ত্রীর কাজ করতেন। কিন্তু নতুন নতুন প্রাজতির গাছের প্রতি তাঁর ছিল বিশেষ আগ্রহ। এভাবেই একটি-দুটি গাছ সংরক্ষণ করতে করতে নিজে বাড়িতেই তৈরি করে ফেলেছেন আস্ত নার্সারি। যেখানে ৫০-৬০ প্রাজাতির বিদেশি আম গাছের দেখা মিলছে।
advertisement
আরও পড়ুন: আমি কোন দলে যাব?’ এক নেতার জন্য ভোটের আগেই ভোট দমদমে! বিলি হচ্ছে ব্যালট
মিয়াজাকি, চিয়াংমাই ও চাকাপাত আমের বাজারে চাহিদা বেশি থাকায় ভাল দামে বিক্রিও হয়। এমন উন্নত প্রজাতির আম গাছের চাষ করে এলাকায় রীতিমতো সাড়া ফেলেছেন। গাছে গাছে দোল খাচ্ছে নানা রকম রং, আকার, আর স্বাদের আমের মুকুল। তার এ সাফল্য দেখে বিদেশি জাতের আম বাগান করতে আগ্রহী হচ্ছে অনেকেই। সেই গাছ থেকে কলম করে তিনি বিক্রিও শুরু করেছেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
জুলফিকার মোল্যা