ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। মুর্শিদাবাদের রানীনগর গ্রাম পঞ্চায়েতের চাকরান পাড়া এলাকায়। জানা যায় পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে ভোট দেওয়ার অপরাধে এলাকায় সকাল থেকেই বোমাবাজি, বাড়িঘর লুটপাট চলেছে। এই ঘটনায় আহত হন দু’জন। আহতদের নাম বেগম বিবি এবং মেরেজ শেখ।
West Bengal Panchayat Election Result 2023 (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল) Live Updates
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েতে বাংলায় মৃত্যুমিছিল, এখনও পর্যন্ত ১৫! হার মানবে ২০১৮-র সেই ভয়ঙ্কর স্মৃতিও?
পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল (West Bengal Panchayat Election Result 2023) Check LIVE
ঘটনায় অভিযোগের আঙুল কংগ্রেসের দিকে। যদিও কংগ্রেসের দিকে তোলা অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন ব্লক কংগ্রেস নেতৃত্বরা। নির্বাচন হিংসার জেরে আতঙ্কে রয়েছেন রানীনগরের বাসিন্দারা। খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় রানীনগর থানার বিশাল পুলিশ বাহিনী।
আরও পড়ুন: রাজ্যজুড়ে ভোটের বলি ১৯! গণতন্ত্রের ‘উৎসবে’ শুধু মুর্শিদাবাদেই ৫ লাশ! আহত শতাধিক
ভোট শুরুর প্রায় এক মাস আগে থেকেই ফুটছে বাংলা। যেই উত্তাপের আঁচে পুড়েছে রাজ্যের আনাচ-কানাচ। গণতন্ত্রের বৃহত্তম উৎসব শুরুর আগে থেকেই মুড়ি-মুড়কির মতো লাশ পড়তে শুরু করেছে একের পর এক। কেবল মুর্শিদাবাদেই পাঁচজন খুন হয়েছেন। রাজ্যজুড়ে নিহতর সংখ্যা ১৯। সবমিলিয়ে গণতন্ত্র প্রহসনে পৌঁছল রাজ্যের পঞ্চায়েত ভোট ২০২৩ -এ।
রাকিবুল ইসলাম