TRENDING:

West Bengal municipal by election results: ঝালদা- পানিহাটির উপনির্বাচনে জিতল কংগ্রেস- তৃণমূল! চন্দননগরে চমক দিল সিপিএম

Last Updated:

উপনির্বাচনে সবথেকে চমকপ্রদ ফল দেখা গিয়েছে চন্দননগর পুরনিগমে৷ সেখানে তৃণমূলের হাতে থাকা ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছে সিপিএম৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পুরুলিয়ার ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয় হল কংগ্রেসের৷ গত ১৩ মার্চ কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হওয়ায় এই আসনটিতে উপনির্বাচন করতে হয়েছিল৷ এ দিন ফল বেরোতে দেখা গেল, ৭৭৮ ভোটে জিতে তপনের জায়গায় কাউন্সিলর নির্বাচিত হলেন তাঁর ভাইপো মিঠুন কান্দু৷
advertisement

অন্যদিকে, গত ১৩ মার্চই খুন হয়েছিলেন পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনুপম দত্ত৷ ওই আসনেও উপনির্বাচন হয়৷ ২২৭৪ ভোটে ওই ওয়ার্ড থেকেই জয়ী হয়েছেন নিহত অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত৷ ২২৭৪ ভোটে জয়ী হয়েছেন তিনি৷  মীনাক্ষী দত্ত বলেন, 'এটা অনুপমের প্রতি মানুষের ভালবাসার বহিঃপ্রকাশ৷'

আরও পড়ুন: নজরে উত্তর-পূর্ব ভারত, আজ শিলংয়ে কর্মীদের নিয়ে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

advertisement

তবে উপনির্বাচনে সবথেকে চমকপ্রদ ফল দেখা গিয়েছে চন্দননগর পুরনিগমে৷ সেখানে তৃণমূলের হাতে থাকা ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছে সিপিএম৷  ভোটের আগেই বিজেপি প্রার্থীর মৃত্যুতে ওই ওয়ার্ডে ভোট বাতিল হয়ে যায়৷ এ দিন উপনির্বাচনের ফল বেরোতে দেখা যায়, ১৩০ ভোটে জয়ী হয়েছেন সিপিএম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়৷ এই ওয়ার্ডটি ছিল তৃণমূলের দখলে৷ ফলে শাসক দলের থেকে ওয়ার্ডটি ছিনিয়ে নিয়ে ঊছ্বসিত সিপিএম কর্মী- সমর্থকরা৷ এই জয়ের ফলে চন্দননগর পুরনিগমের দু'টি ওয়ার্ড সিপিএমের দখলে এলো৷

advertisement

জয়ের পর মিঠুন বলেন, 'এই জয় আমার কাকুরই৷ কাকুর যে যে স্বপ্ন ছিল, সেগুলিই আমি পূরণ করতে চাই৷ ২ নম্বর ওয়ার্ডের মানুষই আমাকে প্রার্থী করেছিলেন৷ ফলে জয় নিয়ে কোনও সংশয় ছিল না৷' নিহত তপন কান্দুর স্ত্রী বলেন, 'যাঁরা আমার স্বামীকে খুন করেছিলেন তাঁরা বুঝে গেেলন যা তাঁকে খুন করেও কংগ্রেসকে হারানো যাবে না৷' গত বছর পুর নির্বাচনে ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ড থেকে ১২৮ ভোটে তৃণমূল প্রার্থীকে হারিয়েছিলেন তপন কান্দু৷ ফলে কংগ্রেসের জয়ের ব্যবধান বেড়েছে৷

advertisement

ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডেও জয়ী হয়েছে তৃণমূল৷ এই আসনটিতে ৯৫৫ ভোটে জয়ী হয়েছেন শাসক দলের প্রার্থী কনকলতা দাস৷ দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডেও জয়ী হয়েছে তৃণমূল৷ এ ছাড়াও দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন হয়৷ এই ওয়ার্ডেও জয়ী  হয়েছে তৃণমূল৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal municipal by election results: ঝালদা- পানিহাটির উপনির্বাচনে জিতল কংগ্রেস- তৃণমূল! চন্দননগরে চমক দিল সিপিএম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল