শুক্রবার সকালে হঠাৎই পুরুলিয়া পুরসভায় হাজির হন স্থানীয় কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। বিধায়কের পাশাপাশি তিনি ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পুরসভার বিরোধী দলনেতা। সেই পদাধিকার বলেই সটান ঢুকে পড়েন পুর-চেয়ারম্যানের ঘরে। সেখানে কাউকে না পেয়ে চলে যান দোতলায়, অ্যাকাউন্টস বিভাগে। কেউ কিছু বোঝার আগেই পুরসভার ফাইলপত্র ঘাটতে শুরু করেন সুদীপ মুখোপাধ্যায়। পুর-কর্মীরা আটকানোর চেষ্টা করলেও লাভ হয়নি। পুরসভার একাধিক চেক বই, বেশকিছু নথি একটি প্লাস্টিকে মুড়ে বেরিয়ে আসেন তিনি।
advertisement
স্থানীয় বিধায়কের অভিযোগ, দীর্ঘদিন ধরেই দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে পুরুলিয়া পুরসভা। দুর্নীতির তথ্যপ্রমাণ জোগার করতেই নথিপত্র কেড়ে নেন তিনি।
খবর পেয়েই আসরে নামেন তৃণমূল কাউন্সিলররা। সুদীপ মুখোপাধ্যায়কে গ্রেফতারের দাবিতে পুরুলিয়া সদর থানায় বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভে যোগ দেন পুরকর্মীরাও। সেখান থেকে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা, হাসপাতাল মোড় অবরোধ করেন তাঁরা। চাপে পড়ে পুরুলিয়া স্টেশনে একটি অনুষ্ঠান চলাকালীনই অভিযুক্ত বিধায়ককে আটক করে পুলিশ।