আরও পড়ুনঃ ভোট ঘোষণা এখনও বাকি! তার আগেই ময়দানে সাংসদ, প্রচারে করলেন দেওয়াল লিখন
প্রসঙ্গত, আজিমগঞ্জ নশিপুর রেলব্রিজের কাজ প্রায় ১০ বছর ধরে জমি জটের কারনে আটকে ছিল। বছর খানেক ধরে জমিজট কাটিয়ে খুব দ্রুত গতিতে কাজ শুরু হয়। কয়েকদিনের মধ্যে চালু হয়ে যাবে বহু প্রতীক্ষিত নশিপুর রেলব্রিজ। কাজ প্রায় শেষের দিকে। ইতিমধ্যেই পরীক্ষামূলক ভাবে রেল লাইনের উপর দিয়ে ট্রায়াল রান হয়েছে। এই রেল ব্রিজ হয়ে গেলে শুধু উত্তরবঙ্গের সঙ্গেই নয় উত্তর ভারতের সঙ্গেও যোগাযোগ করা খুব সহজেই হবে।
advertisement
কারণ মুর্শিদাবাদ ও নদীয়ার জেলা মানুষকে উত্তর ভারত যেতে গেলে হাওড়া বা শিয়ালদহ হয়ে যেতে হয়। কিন্তু লালবাগের সঙ্গে আজিমগঞ্জের নশিপুরের এই রেল ব্রিজ সংযোগ স্থাপন হলে খুব সহজেই ফরাক্কা হয়ে পাটনা দিয়ে উত্তর ভারতের সঙ্গে রেল পথের যোগাযোগ হবে। যদিও বিজেপির কালো পতাকা দেখানোটাকে গুরুত্ব দিতে নারাজ অধীর চৌধুরী। তিনি বলেন, ‘পি এ সি-র চেয়ারম্যান হিসাবে রেল আধিকারিকদের সঙ্গে সরকারী কাজে এসেছি। নশিপুর রেল ব্রিজ দিয়ে ট্রেন চলাচল না হওয়া পর্যন্ত আমি লড়াই চালিয়ে যাব।’
বিজেপি নেতা সুজিত হালদার বলেন, ‘অধীর চৌধুরীর জন্য এই রেল ব্রিজের কাজ আটকে ছিল। উদ্বোধনের আগে এসে তিনি নাম কিনতে চাইছেন। নরেন্দ্র মোদির উদ্যোগেই এই জমি জট কাটিয়ে ট্রেন চলাচল শুরু হওয়ার অপেক্ষায়।’