বুধবার মহিষাদলের গেঁওখালি কো অপারেটিভ সমবায় সমিতির ভোট ছিল৷ সেই ভোটেই কংগ্রেসের সঙ্গে হাত মেলান তৃণমূল প্রার্থীরা৷ উল্টো দিকে জোট বেঁধেছিলেন বাম এবং বিজেপি প্রার্থীরা৷
আরও পড়ুন: 'সরকার একটা দোষ করলে গালাগালি খাই আমি', হিঙ্গলগঞ্জের সভায় আক্ষেপ মমতার
জানা গিয়েছে, নাটশাল ১ এবং নাটশাল অঞ্চল এলাকায় সমবায় ভোটে আসন সংখ্যা ছিল ৪৯৷ প্রার্থী হয়েছিলেন ৭১ জন৷ ফল বেরোতে দেখা যায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩০টি আসনে জয়ী হয়েছেন প্রার্থীরা৷ এর মধ্যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হয়েছেন ১৮টি আসনে৷ বাম এবং বিজেপির প্রার্থীরা পেয়েছেন ১২টি আসন৷
advertisement
আরও পড়ুন: ১৫ দফা দাবিতে সিপিআইএমের 'পুরসভা চলো' অভিযান, পালন হয় বিক্ষোভ কর্মসূচিও
বাকি যে ১৯টি আসনে ভোট হয়, তার গণনা হয় বুধবার৷ ফল বেরোতে দেখা যায়. বাম এবং বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন ৬টি আসনে৷ বাকি ১৩টি আসনেই জয়ী হন কংগ্রেস এবং তৃণমূল জোটের প্রার্থীরা৷ ফল বেরোতে উল্লাসে মাতেন জয়ী প্রার্থীরা৷ পঞ্চায়েত নির্বাচনের আগে জেলা জেলায় এই সমবায় ভোটের ফল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
এর আগে নন্দকুমারে সমবায় ভোটে বাম বিজেপি জোট নিয়ে কম চর্চা হয়নি৷ ওই সমবায় ভোটে তৃণমূল খাতাই খুলতে পারেনি৷ যদিও সমবায় ভোট হলেও বিজেপি-র সঙ্গে হাত মেলানোয় দলের নিচু তলার নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা সিপিএম নেতৃত্ব৷ বিজেপি-র সঙ্গে জোট বেঁধে সমবায় ভোটে লড়ার অভিযোগে বেশ কয়েকজন নেতা দল থেকে বহিষ্কার করা হয়েছে৷ তার পরেও মহিষাদলের এই সমবায় ভোটে বিজেপি-র সঙ্গে জোট বেঁধেই লড়লেন বাম প্রার্থীরা৷