চিত্রক প্রামাণিক পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী মেছোবিড়াল বা বাঘরোল সংরক্ষণের বিষয়ে বক্তব্য রাখেন। এছাড়া নন্ ফরেস্ট এলাকায় বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধার বিষয়ে নানা তথ্য তুলে ধরেন। তাদের বাসস্থান সঙ্কট, মানুষের সঙ্গে তাদের সহাবস্থান এবং আগামীদিনে নতুন প্রজন্ম ও সাধারণ মানুষের কি করণীয় সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেন।
আরও পড়ুন: কচুরিপানা এখন শিল্প, তৈরি হচ্ছে এত কিছু! এবার ডিমান্ডও বাড়ছে রাজ্য ছাড়িয়ে দেশ-বিদেশে
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই অনুষ্ঠানটি পরিচালনা করেন এস.এন.এইচ.সি ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি বিকাশ সিং বাঘেল। অনুষ্ঠানে বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম কেন্দ্রীয় জু অথরিটির মেম্বার সেক্রেটারি ডঃ সঞ্জয় কুমার শুক্লা, ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্টের প্রেসিডেন্ট ডঃ আনিশ আন্ধেরিয়া, মধ্যপ্রদেশ বনবিভাগের প্রাক্তন মুখ্য বনপাল ডঃ সুহাস কুমার, ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার জয়েন্ট ডিরেক্টর ডঃ সমীর কুমার সিনহা, আইইউসিন এর হর্নবিল কমিশনের সদস্য অজয় গড়ীকর প্রমুখ। দুই দিন আলোচনা সভা ও তৃতীয় দিন মধ্যপ্রদেশের বন বিহার ন্যাশনাল পার্কে পাখি শুমারি দিয়ে এই সমাপ্ত হয়।
রাকেশ মাইতি






