এদিন সন্ধ্যায় হাসপাতালের তিন চিকিৎসক—ভবতোষ ভৌমিক, অনির্বাণ জানা ও অমিত শাহের নেতৃত্বে সাত জনের দল ওই যুবতীর অপারেশন করেন। সফল অস্ত্রপচারে শুক্রথলি অপসারণ করা হয়েছে। বর্তমানে যুবতী সুস্থ রয়েছেন। হাসপাতালের সুপার ডাঃ জয়ন্ত সরকার জানান, এই অপারেশন মেডিকেল কলেজে হওয়া স্বাভাবিক, জেলা হাসপাতালে এই প্রথম।
advertisement
চিকিৎসকরা জানিয়েছেন, যুবতীর যৌনাঙ্গ ছিল সরু ও অসম্পূর্ণ। এখন কৃত্রিমভাবে যৌনাঙ্গ গঠন করা হচ্ছে। এর মাধ্যমে তিনি শারীরিকভাবে সম্পূর্ণ মহিলা হয়ে উঠবেন। হাসপাতাল কর্তৃপক্ষ ভবিষ্যত চিকিৎসার দায়িত্বও নিয়েছে।
আরও পড়ুন: আর পরীক্ষা দেওয়া হল না মোনালিসার! স্কুলে যাওয়ার পথে সজোরে ধাক্কা ট্রাক্টরের! সব শেষ
উল্লেখ্য, সময় যত এগোচ্ছে তত উন্নত হচ্ছে চিকিৎসা পরিষেবা। শহরতলীর পাশাপাশি পিছিয়ে নেই মফঃস্বল কিংবা গ্রামগঞ্জের হাসপাতালগুলিও। প্রত্যেকটি জেলা হাসপাতালেই এখন উন্নত মানের চিকিৎসা পরিষেবা পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আর সেই কারণেই আগের থেকে তুলনামূলকভাবে কলকাতা শহরতলীর হাসপাতাল গুলিতে অনেকটাই ভিড় কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এর আগেও একাধিক সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল কিংবা জেলা হাসপাতালের চিকিৎসকেরা একের পর এক জটিল অপারেশন করে প্রাণ ফিরিয়ে দিয়েছে রোগীর। আর সেই কারণেই জমি বাড়ি সর্বস্ব বিক্রি করে তাদের যেতে হচ্ছে না বেসরকারি হাসপাতাল গুলিতে।
Mainak Debnath