TRENDING:

West Bardhaman News: এই কাজ না করলে বন্ধ হবে হেঁসেলের রান্না! লাইনে না দাঁড়িয়ে করুন বাড়িতেই

Last Updated:

ই-কেওয়াইসি করানোর জন্য ইতিমধ্যেই লম্বা লাইন পড়ছে সমস্ত ডিস্ট্রিবিউটরদের কাছে। এলপিজি গ্রাহকরা লম্বা লাইন দিয়ে অপেক্ষা করছেন ই-কেওয়াইসি করানোর জন্য

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: ছোট্ট এই কাজ না করলে বড় বিপদ কিন্তু আপনার জীবনে ধেয়ে আসছে। কারণ এই কাজের অবহেলায় আপনার ঘরের রান্না বন্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি না করলে অপেক্ষা করতে হবে লম্বা লাইনে। আগামী ৩১ ডিসেম্বর‌ই শেষ দিন। ডিজিটাল ইন্ডিয়ায় এলপিজি গ্যাস পরিষেবার ক্ষেত্রে আরও স্বচ্ছতা এবং সুবিধা দেওয়ার জন্য ই-কেওয়াইসি করানোর নির্দেশ এসেছে। এই ই-কেওয়াইসি না করালে বন্ধ হয়ে যেতে পারে আপনার গ্যাস কানেকশন।
(প্রতিকী ছবি)
(প্রতিকী ছবি)
advertisement

আরও পড়ুন: শীতের ছুটির সেরা ডে আউট ডেস্টিনেশন এই ইকো-পার্ক

কিন্তু এই ই-কেওয়াইসি করানোর জন্য ইতিমধ্যেই লম্বা লাইন পড়ছে সমস্ত ডিস্ট্রিবিউটরদের কাছে। এলপিজি গ্রাহকরা লম্বা লাইন দিয়ে অপেক্ষা করছেন ই-কেওয়াইসি করানোর জন্য। কারণ গ্যাস সিলিন্ডার না পাওয়া গেলে ঘরের রান্না কার্যত বন্ধ হয়ে যাবে। তখন শিরে সংক্রান্তি অবস্থা হবে গোটা পরিবারের। হাতে অল্প দিন সময় থাকতেই তাই লক্ষ লক্ষ গ্রাহকরা ছুটছেন ই-কেওয়াইসি করানোর জন্য। তবে এই কাজ আপনি ঘরে বসেই করতে পারেন খুব সহজে। জেনে নিন কীভাবে করবেন।

advertisement

ঘরে বসেই আপনি অনলাইনে ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। তবে তার জন্য আপনার হাতের কাছে এলপিজি আইডি থাকতে হবে। থাকতে হবে ইন্টারনেট কানেকশন। পাশাপাশি যে ফোন নম্বরটি সঙ্গে আপনার আধার সংযুক্ত রয়েছে এবং এলপিজি কানেকশন নেওয়ার সময় যে ফোন নম্বর আপনি দিয়েছিলেন সেটি চালু থাকতে হবে। এই কয়েকটি জিনিস হাতের কাছে থাকলেই আপনি খুব সহজে বাড়ি বসেই এলপিজির ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। দাঁড়াতে হবে না লম্বা লাইনে।

advertisement

কীভাবে বাড়িতে বসে করবেন এই কাজ? জেনে নিন ধাপে ধাপে। প্রথমেই আপনাকে ‘MY LPG’ এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর আপনি যে সংস্থার এলপিজি ব্যবহার করেন সেই সংস্থার উপরে ক্লিক করুন। পরবর্তী পেজে ডানদিকের উপরে নিউ ইউজার অপশনে ক্লিক করতে হবে। এই পর্যায়ে আপনার ১৭ সংখ্যার এলপিজি আইডি নম্বর চাওয়া হবে। এরপর আপনার রেজিস্ট্রার মোবাইল নম্বর বসিয়ে দিয়ে ‘Proceed’ অপশনে ক্লিক করুন। পরবর্তী পেজে আপনার মোবাইল নম্বরে আসা ওটিপি আসবে, সেটি লিখে সাবমিট অপশনে ক্লিক করুন। পরবর্তী ধাপে একটি জি-মেল আইডি উল্লেখ করুন ও নিচে পছন্দমত পাসওয়ার্ড উল্লেখ করে সাবমিট অপশনে ক্লিক করুন।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এবার আপনার উল্লেখ করা মেলে একটি ‘ভেরিফায়েড’ মেল আসবে। সেই লিঙ্কে ক্লিক করে নিজের আইডি অ্যাক্টিভ করুন। তারপর আবারও হোম পেজে এসে সাইন ইন অপশনে ক্লিক করুন। পরবর্তী পেজে রেজিস্ট্রার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড উল্লেখ করে লগ ইন করুন। এরপর হোম পেজের বাঁদিকে থাকা কাস্টমার কনসোলে থাকা আধার অথেনটিকেশন অপশনে ক্লিক করুন। পরবর্তী পেজে একটি ফর্ম দেখতে পাবেন। সেখানে টিক মার্ক দিন ও নিচে ক্যাপচা কোড উল্লেখ করে জেনারেট ওটিপিতে ক্লিক করুন। সবশেষে আপনার আধার কার্ডে সংযুক্ত নম্বরে ওটিপি আসবে। সেটি উল্লেখ করে Authenticate অপশনে ক্লিক করুন। তাহলে আপনার E-KYC প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: এই কাজ না করলে বন্ধ হবে হেঁসেলের রান্না! লাইনে না দাঁড়িয়ে করুন বাড়িতেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল