গত ৩০ অগাস্ট রানাঘাট থানায় চাকরি দেওয়ার নাম করে বিধায়কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করে জনৈক চাকরি প্রার্থী।
চাকরি প্রার্থীর অভিযোগ, ২০২১ সালের বিধানসভা ভোটে রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারের সঙ্গে আলাপ হয় চাকরিপ্রার্থীর। সেই সময় তিনি চাকরির কথা জানালে বিধায়ক তাকে ভোটে জেতার পরে কল্যাণী এমসে গ্রুপ সি অথবা গ্রুপ ডি পদে চাকরি হবে বলে জানান। সেই অনুযায়ী বিধায়ককে ২ লক্ষ ৫০ হাজার টাকা অগ্রিম দেন বলে অভিযোগ করেন চাকরিপ্রার্থী।
advertisement
আরও পড়ুন: নন্দীগ্রামে গণনা কারচুপির মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা, পিছু হটলেন শুভেন্দু অধিকারী!
কিন্তু তারপরে বিধায়ক কোন যোগাযোগ রাখেননি, এমনকি যোগাযোগ করার চেষ্টা করলেও বিধায়ক কোন পাত্তা দেয়নি বলে অভিযোগ চাকরি প্রার্থীর। ইতিমধ্যেই রানাঘাট থানা অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে। আইপিসি ৪২০ ও ৪০৬ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
আরও পড়ুন: 'নজর রাখুন, আজ বড় কিছু হতে পারে', অভিষেক ইডি'র কাছে যেতেই মন্তব্য সুকান্তর!
অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার বিধায়ক মুকুটমণি অধিকারীর। তাঁর বক্তব্য, ''যারা করছে তারা তৃণমূলের দালাল। টাকা খেয়ে এইসব করছে।''