TRENDING:

টাকা দিলেই চাকরি, এবার অভিযুক্ত বিজেপি বিধায়ক! ফের চর্চায় কল্যাণী এইমস

Last Updated:

AIIMS: গত ৩০ অগাস্ট রানাঘাট থানায় চাকরি দেওয়ার নাম করে বিধায়কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করে জনৈক চাকরি প্রার্থী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নদিয়া: এইমস কল্যাণীতে চাকরি দেওয়া নিয়ে টাকা নেওয়ার অভিযোগ বিধায়কের বিরুদ্ধে। নিয়োগ নিয়ে বিতর্ক ছাড়ছে না নদীয়ার কল্যাণী AIIMS-এর। এবার চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠল নদীয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক ডাক্তার মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে।
কল্যাণী এইমসে ফের চাকরি বিতর্ক
কল্যাণী এইমসে ফের চাকরি বিতর্ক
advertisement

গত ৩০ অগাস্ট রানাঘাট থানায় চাকরি দেওয়ার নাম করে বিধায়কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করে জনৈক চাকরি প্রার্থী।

চাকরি প্রার্থীর অভিযোগ, ২০২১ সালের বিধানসভা ভোটে রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারের সঙ্গে আলাপ হয় চাকরিপ্রার্থীর। সেই সময় তিনি চাকরির কথা জানালে বিধায়ক তাকে ভোটে জেতার পরে কল্যাণী এমসে গ্রুপ সি অথবা গ্রুপ ডি পদে চাকরি হবে বলে জানান। সেই অনুযায়ী বিধায়ককে ২ লক্ষ ৫০ হাজার টাকা অগ্রিম দেন বলে অভিযোগ করেন চাকরিপ্রার্থী।

advertisement

আরও পড়ুন: নন্দীগ্রামে গণনা কারচুপির মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা, পিছু হটলেন শুভেন্দু অধিকারী!

কিন্তু তারপরে বিধায়ক কোন যোগাযোগ রাখেননি, এমনকি যোগাযোগ করার চেষ্টা করলেও বিধায়ক কোন পাত্তা দেয়নি বলে অভিযোগ চাকরি প্রার্থীর। ইতিমধ্যেই রানাঘাট থানা অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে। আইপিসি ৪২০ ও ৪০৬ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

advertisement

আরও পড়ুন: 'নজর রাখুন, আজ বড় কিছু হতে পারে', অভিষেক ইডি'র কাছে যেতেই মন্তব্য সুকান্তর!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার বিধায়ক মুকুটমণি অধিকারীর। তাঁর বক্তব্য, ''যারা করছে তারা তৃণমূলের দালাল। টাকা খেয়ে এইসব করছে।''

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
টাকা দিলেই চাকরি, এবার অভিযুক্ত বিজেপি বিধায়ক! ফের চর্চায় কল্যাণী এইমস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল