TRENDING:

পুলিশি তদন্তের গতি জানতে আর যেতে হবে না থানায়! এক ক্লিকেই জানা যাবে সব

Last Updated:

Bongaon- পুলিশি তদন্তের গতি জানতে আর যেতে হবে না থানায়, এক ক্লিকেই ভেসে উঠবে সব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: বনগাঁবাসীদের জন্য বড় খবর। পুলিশি তদন্ত বিষয়ক সহায়তায় রাজ্য সরকার ও পুলিশ বিভাগের তরফে তদন্তের স্বচ্ছতা বজায় রাখতে এবার বনগাঁ পুলিশ জেলা চালু করল এক অভিনব উদ্যোগ। যেখানে থানায় লিখিত অভিযোগের পর তদন্তে গতিপ্রকৃতি জানতে আর ছুটতে হবে না পুলিশের কাছে।
advertisement

তদন্তকারী আধিকারিকদের বারবার ফোন করে নানা সময় অভিযোগ সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করে থাকেন অনেকেই। ফলে পুলিশ আধিকারিকদের কাজের ক্ষেত্রেও তা সমস্যার সৃষ্টি করে।

আরও পড়ুন- একবার বাংলাদেশে-একবার পশ্চিমবঙ্গে!দুই ভাই যা শুরু করেছে,মাথায় হাত বিএসএফ-বিজিবির

এই সব দিক বিবেচনা করেই এবার ই পোর্টালের মাধ্যমে অভিযোগকারীর অভিযোগের তদন্ত কোন পর্যায়ে রয়েছে, তা এক ক্লিকেই জানা যাবে। অনলাইনে এই প্রক্রিয়ার সুবিধা নিতে অভিযোগকারীর মোবাইল নম্বর কেস নম্বর থানা-সহ কোন তারিখে অভিযোগ করা হয়েছে তা দিলেই, তদন্ত কোন পর্যায়ে রয়েছে ভেসে উঠবে স্ক্রিনে।

advertisement

বনগাঁ পুলিশ জেলার তরফে এদিন তাই চালু করা হল “মাই এফআইআর স্ট্যাটাস বিপিডি” ওয়েব পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে বনগাঁ বাসিরা তদন্তকারী আধিকারিক এর যোগাযোগ থেকে শুরু করে নানা ধরনের সাহায্য পাবেন বলেও জানান বনগাঁ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার।

আরও পড়ুন- সীমান্তে এ কী করল বাংলাদেশের BGB! চরম হুঁশিয়ারি বিএসএফ-এর! ইঞ্চিতে-ইঞ্চিতে জবাব

advertisement

এবার থেকে আর অভিযোগের পর বারবার থানায় দৌড়তে হবে না, বাড়িতে বা যে কোন জায়গা থেকেই বনগাঁবাসীজানতে পারবেন তাদের পুলিশে করা অভিযোগের স্থিতি।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুলিশি তদন্তের গতি জানতে আর যেতে হবে না থানায়! এক ক্লিকেই জানা যাবে সব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল