কাশ্মীরি আপেলের পাশাপাশি বাজারে মিলছে ড্রাগন ফল, পারসিমন, স্ট্রবেরি, টার্কি আঙুর সহ বিভিন্ন ধরনের বিদেশি ফল। সব মিলিয়ে এক অনন্য ফল উৎসবে যেন সেজে উঠেছে পুরুলিয়ার বাজারগুলো। বিক্রেতাদের মুখে হাসি, আর ক্রেতাদের উচ্ছ্বাস, দু’য়ের মেলবন্ধনে জমে উঠেছে শীতের ফলের বাজার।
advertisement
ক্রেতাদের মতে, “শীত এলেই ফলের বাজারে এই বিশেষ রঙিন ফলগুলোর আকর্ষণ বেড়ে যায়। খেতেও যেমন সুস্বাদু, তেমনই দামও সাধ্যের মধ্যে। ফল খাওয়া স্বাস্থ্যের জন্য যেমন দরকারি, তেমনই এই বিদেশি ফলগুলোর আলাদা পুষ্টিগুণও আছে।” বিক্রেতারাও জানিয়েছেন, “বিদেশি ফল হলেও এগুলোর দাম একেবারেই সাধ্যের মধ্যে। আমরা সারা বছরই ফল বিক্রি করি, কিন্তু শীতকালেই এই বিদেশি ফলগুলোর চাহিদা সবচেয়ে বেশি থাকে। তাই প্রতি বছর শীত নামলেই বাড়িয়ে আনি বিদেশি ফলের সরবরাহ।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শীতের হালকা কুয়াশা আর ঠাণ্ডা হাওয়ায় এখন পুরুলিয়ার বাজার যেন ফলের উৎসবে মেতে উঠেছে। ফলপ্রেমীদের ভিড়ে জমজমাট পুরুলিয়ার বাজার, আর শীতের স্বাদে যুক্ত হয়েছে বিদেশি ফলের রঙিন ছোঁয়া।





