TRENDING:

College Students: টুকলি করতে বাধা দেওয়ায় পড়ুয়াদের বিক্ষোভ? নাকি শিক্ষকদের দুর্ব্যবহার! উত্তপ্ত ডিএন কলেজ

Last Updated:

College Students: গুরুতর অভিযোগ পড়ুয়াদের উপর। শিক্ষক ও ছাত্রদের হাতাহাতির ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায়। সোমবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: ছাত্রছাত্রীদের টুকলি করতে বাধা দেওয়ায় বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল সুতির ঔরঙ্গাবাদ ডি এন কলেজ? গুরুতর অভিযোগ পড়ুয়াদের উপর। শিক্ষক ও ছাত্রদের হাতাহাতির ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায়। সোমবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে। খবর পেয়ে সুতি থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। জানা যায়, এদিন সামশেরগঞ্জের নূর মহম্মদ স্মৃতি মহাবিদ্যালয় থেকে ডি এন কলেজে ফিফথ সেমিস্টারের পরীক্ষা দিতে এসেছিল ছাত্রছাত্রীরা।
উত্তপ্ত হয়ে উঠল সুতির ঔরঙ্গাবাদ ডিএন কলেজ
উত্তপ্ত হয়ে উঠল সুতির ঔরঙ্গাবাদ ডিএন কলেজ
advertisement

আরও পড়ুন: উদ্বোধন হল লালগোলার ময়া এলাকায় আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ নৌবন্দর

ছাত্রছাত্রীদের অভিযোগ পরীক্ষা চলাকালীন কলেজের শিক্ষক ও কিছু স্টাফ ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। ছাত্রছাত্রীদের খাতা কেড়ে নেওয়া হয় এবং ঘরে আটকে রাখা হয় বলেও অভিযোগ। সুতি ২ নং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা ডিএন কলেজের ইলেকট্রিক বিভাগের কর্মী মঈদুল ইসলাম বিক্ষোভের সময় ছাত্রদের থেকে মোবাইল ফোন কেড়ে নেন বলে অভিযোগ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কলেজ কর্তৃপক্ষের দাবি, ছাত্রছাত্রীদের টুকলি করতে বাধা দেওয়ায় তারা বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারী ছাত্র ইমরান সেখ বলে, ”কলেজের শিক্ষকরা আমাদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন। বিনা কারণেই আমাদের খাতা কেড়ে নেন। আমরা প্রতিবাদ জানালে আমাদের মারধর করা হয়।” বিক্ষোভকারী ছাত্র সাবির ইসলাম বলেন, ”কলেজের কয়েকজন স্টাফ আমাদের কলেজের ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। আমরা কলেজের প্রিন্সিপালকে অভিযোগ জানাতে গেলে আমাদের ঘরে আটকে রাখা হয়। কলেজের টিআইসি সাধন দাস বলেন, ”ছাত্রছাত্রীদের টুকলি করতে বাধা দেওয়ায় ওরা পরীক্ষা দেবে না বলে বিক্ষোভে ফেটে পড়ে। কলেজ থেকে বেরিয়ে গিয়ে ওরা দলবল নিয়ে এসে শিক্ষকদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। কোনও পড়ুয়াকে মারধর করা হয়নি। মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
College Students: টুকলি করতে বাধা দেওয়ায় পড়ুয়াদের বিক্ষোভ? নাকি শিক্ষকদের দুর্ব্যবহার! উত্তপ্ত ডিএন কলেজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল