আরও পড়ুন: উদ্বোধন হল লালগোলার ময়া এলাকায় আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ নৌবন্দর
ছাত্রছাত্রীদের অভিযোগ পরীক্ষা চলাকালীন কলেজের শিক্ষক ও কিছু স্টাফ ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। ছাত্রছাত্রীদের খাতা কেড়ে নেওয়া হয় এবং ঘরে আটকে রাখা হয় বলেও অভিযোগ। সুতি ২ নং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা ডিএন কলেজের ইলেকট্রিক বিভাগের কর্মী মঈদুল ইসলাম বিক্ষোভের সময় ছাত্রদের থেকে মোবাইল ফোন কেড়ে নেন বলে অভিযোগ।
advertisement
কলেজ কর্তৃপক্ষের দাবি, ছাত্রছাত্রীদের টুকলি করতে বাধা দেওয়ায় তারা বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারী ছাত্র ইমরান সেখ বলে, ”কলেজের শিক্ষকরা আমাদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন। বিনা কারণেই আমাদের খাতা কেড়ে নেন। আমরা প্রতিবাদ জানালে আমাদের মারধর করা হয়।” বিক্ষোভকারী ছাত্র সাবির ইসলাম বলেন, ”কলেজের কয়েকজন স্টাফ আমাদের কলেজের ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। আমরা কলেজের প্রিন্সিপালকে অভিযোগ জানাতে গেলে আমাদের ঘরে আটকে রাখা হয়। কলেজের টিআইসি সাধন দাস বলেন, ”ছাত্রছাত্রীদের টুকলি করতে বাধা দেওয়ায় ওরা পরীক্ষা দেবে না বলে বিক্ষোভে ফেটে পড়ে। কলেজ থেকে বেরিয়ে গিয়ে ওরা দলবল নিয়ে এসে শিক্ষকদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। কোনও পড়ুয়াকে মারধর করা হয়নি। মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”