স্বামী স্ত্রী ঝগড়ার মধ্যেই হঠাৎ স্ত্রী-কে লক্ষ্য করে গুলি করে বিরু শেখ। সেই গুলি লাগে কলেজ ছাত্রী নিকিতা খাতুনের। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার পর থেকেই অভিযুক্ত বিরু শেখ পলাতক।
আরও পড়ুন: প্রবল বিস্ফোরণের পরই সকলে দেখলেন, দাউদাউ করে জ্বলছে দু'জন! এ কী কাণ্ড পাঁশকুড়ায়
advertisement
পুলিশ অভিযুক্তর স্ত্রী'কে আটক করেছে। যদিও পুলিশের প্রাথমিক ধারণা, এই যুবতীর সঙ্গে বিরু শেখের একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরে হয়ত গুলি চালায় বিরু শেখ। সেই গুলিতেই প্রাণ যায় ওই ছাত্রীর।
আরও পড়ুন: পাশেই থানা, সিসিটিভি-র তার কাটা! ফের হাবড়ায় যা ঘটল, আতঙ্কে কাঁপছে এলাকাবাসী
এদিন গুলির শব্দ পাওয়া মাত্রই আশেপাশের মানুষজন ছুটে আসে। রক্তাক্ত অবস্থায় নিকিতাকে উদ্ধার করা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া মাত্রই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার পরেই পালিয়ে যায় অভিযুক্ত বীরু শেখ। তবে অভিযুক্তর স্ত্রী-কে আটক করেছে পুলিশ।