West Bengal News: প্রবল বিস্ফোরণের পরই সকলে দেখলেন, দাউদাউ করে জ্বলছে দু'জন! এ কী কাণ্ড পাঁশকুড়ায়
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal News: বিস্ফোরণের পরই সকলে এসে দেখেন, আগুন ঝলসে গিয়েছেন দুইজন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই দুজনকে ভর্তি রাখা হয়েছে।
পাঁশকুড়া: পাঁশকুড়ায় মারাত্মক বিস্ফোরণ। পাঁশকুড়ার স্টেশন বাজারে ভয়ঙ্কর বিস্ফোরণে আহত দুই (West Bengal News)। জানা গিয়েছে, পাঁশকুড়ার স্টেশন বাজারের জনবহুল এলাকায় ঘটেছে বিস্ফোরণটি। বিকট শব্দে আতঙ্কিত হয়ে বাড়ি বাইরে বেরিয়ে আসেন এলাকাবাসী। আর এসে যা দেখলেন, তাতে চক্ষু চড়কগাছ সকলের। বিস্ফোরণের পরই সকলে এসে দেখেন, আগুন ঝলসে গিয়েছেন দুইজন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই দুজনকে ভর্তি রাখা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার পাঁশকুড়া স্টেশন বাজার সংলগ্ন একটি বাড়িতে কাজ চলছিল। সেখানেই কাজ করছিলেন দুই ব্যক্তি। সেখানেই একটি পেট্রল ভর্তি ড্রাম রাখা উচিৎ। তার পাশেই লোহার রড কাটছিলেন একজন। সেই সময়ই হঠাৎই অসাবধানবসত আগুনের ফুলকি গিয়ে পড়ে পেট্রলের ড্রামে। তার ফলেই মারাত্মক বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। আগুনে ঝলসে যান দু'জন। এলাকাবাসীরা জানিয়েছেন, ওই দুই শ্রমিকের পা প্রায় পুড়েই গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
advertisement
advertisement
ঘটনার পরপরই খবর দেওয়া হয় পুলিশে। তদন্তে নেমেছে পাঁশকুড়া থানার পুলিশ। নির্মীয়মাণ বাড়িতে এত পরিমাণ পেট্রল কীভাবে এল, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যে বাড়িতে কাজ হচ্ছিল, তার মালিককে খুঁজছে পুলিশ।
advertisement
প্রসঙ্গত, দিন কয়েক আগে উত্তর দিনাজপুরের হেমতাবাদে ঘটেছিল পার্সেল বোমা বিস্ফোরণ। হেমতাবাদের বাহারাইল এলাকার এক ওষুধ ব্যবসায়ী বাবলু চৌধুরীর হাতে পার্সেল দিয়ে যায় এক টোটো চালক। পার্সেলটি খুলতেই বিস্ফোরণ ঘটে। বহুদুর পর্যন্ত বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে এলাকা। গুরুতর জখম হন তিন জন। এদিকে, কয়েকদিন আগেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠেছিল একবালপুর এলাকাও। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল ঘটনায় আহত হয়ছিলেন ছয় জন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 08, 2022 6:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: প্রবল বিস্ফোরণের পরই সকলে দেখলেন, দাউদাউ করে জ্বলছে দু'জন! এ কী কাণ্ড পাঁশকুড়ায়