খাঁচা থেকে বের হতেই শখের কাকাতুয়া এক পা দু পা করে করার চেষ্টা করেছিল। সেই মতো আলতোভাবে ওড়ার চেষ্টা করে কাকাতুয়াটি। উড়তে শেখা কাকাতুয়াকে বাঁচাতে গিয়ে পুকুরের জলে তলিয়ে মৃত্যু হল এই যুবকের। মর্মান্তিক এই ঘটনার সাক্ষী রইল মেদিনীপুর।
আরও পড়ুন- অধ্যাপকের সঙ্গে লিফটে ‘একা’, নেমেই প্রাণপণ ছুট ছাত্রীর! কী হল তাঁর সঙ্গে…শিউরে উঠবেন!
advertisement
বৃহস্পতিবার সকাল দশটা-সাড়ে দশটা নাগাদ এই ঘটনা ঘটে। তবে ওই যুবকের নিথর দেহ উদ্ধার হয় সন্ধ্যা নাগাদ। গ্রামবাসী এবং সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার করে তার মৃতদেহ। এমন ঘটনার সাক্ষী রইল পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা থানার জাড়া গ্রামের রুইদাসপাড়া এলাকা। মৃত ওই যুবকের নাম শ্রীরাম রুইদাস, বয়স ৩৮। জানা যায় দীর্ঘদিনের শখ ছিল কাকাতুয়া পোষা। সেই মতো কলকাতায় গিয়ে দুটি পছন্দের কাকাতুয়া কিনে আনেন তিনি। দিন কয়েক হয়েছে কিনে আনা এই কাকাতুয়ার প্রতিদিন পরিচর্যা করতেন। বৃহস্পতিবারও সকাল থেকে একইভাবে সেই কাকাতুয়ার পরিচর্যার জন্য খাঁচা থেকে বের করতেই ঘটে এই অঘটন।
আরও পড়ুন- বোঁচা না চোখা? নাকই বলে দেবে কে কেমন ‘মানুষ’…! মিলিয়ে দেখে নিন যারটা জানতে চান
খাঁচা থেকে বেরিয়ে যাওয়া, পুকুরে পড়ে যাওয়া সেই কাকাতুয়াকে বাঁচাতে গিয়ে পুকুরে ঝাঁপ দেয় ওই যুবক। পুকুরে পড়ে যাওয়া কাকাতুয়ার পিছন পিছন নিজেও পুকুরের এই প্রান্ত থেকে ও প্রান্তে ভাসতে থাকে সে। এরপর তাকে দেখতে পেয়ে পরিবারের লোকজন এবং অন্যান্যরা দৌড়ে এলেও গভীর এই পুকুরে তলিয়ে যায় ওই ব্যক্তি। এরপর ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু হয়। খবর দেওয়া হয় পুলিশে। চন্দ্রকোনা থানার পুলিশ, সিভিল ডিফেন্সের কর্মী এসে প্রায় বেশ কয়েক ঘন্টার চেষ্টায় তার নিথর দেহ উদ্ধার করে।
পরিবারের লোকজনের দাবী, খাঁচা থেকে বেরিয়ে যাওয়া কাকাতুয়া ধরতে গিয়ে এই ঘটনা ঘটে। সুগভীর পুকুরে তলিয়ে মৃত্যু হয় তাঁর। সন্ধ্যা নাগাদ তাঁর নিথর দেহ উদ্ধার করে চন্দ্রকোনা থানার পুলিশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে তরতাজা এই যুবকের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
রঞ্জন চন্দ