TRENDING:

Coal Transport: ঘরে বসেই হবে জটিল কাজ, 'দুয়ারে লাইসেন্স'-এর বিরাট ব্যবস্থা জেলায়! জানুন

Last Updated:

Coal Transport: ভারী গাড়ি চালকরা এবার আরটিও দফতরের না গিয়ে নতুন লাইসেন্সের আবেদন করতে পারবেন ঘরে বসেই, জানুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল: বারাবনি পঞ্চায়েত। জেলার একেবারে শেষপ্রান্তে অবস্থিত। ঝাড়খন্ড সংলগ্ন এই এলাকায় রয়েছে কয়লা খনির আধিক্য। আর এলাকার একটা বড় অংশ কয়লা পরিবহনের কাজের সঙ্গে যুক্ত। কয়লা পরিবহনে ব্যবহৃত ভারী গাড়ি চালান এলাকার বহু মানুষ।
advertisement

আর তাদের জন্যই বড় পদক্ষেপ বারাবনি পঞ্চায়েত সমিতির। এবার ঘরে বসে পাওয়া যাবে বড় সুবিধা। এই এলাকায় যে সমস্ত ভারী গাড়ি চালকরা রয়েছেন, এবার তাদের সমস্যা দূরীকরণে উদ্যোগী হয়েছে বারাবনি পঞ্চায়েত সমিতি, স্থানীয় থানা এবং আরটিও দফতর। তাদের যৌথ উদ্যোগে এলাকায় চালু হতে চলেছে দুয়ারে লাইসেন্স পরিষেবা।

অর্থাৎ, ভারী গাড়ি চালকরা এবার আরটিও দফতরের না গিয়ে নতুন লাইসেন্সের আবেদন করতে পারবেন। আবেদন জানাতে পারবেন লাইসেন্স নবীকরণের জন্য। প্রসঙ্গত, যে সমস্ত ভারী গাড়ি চালকরা এই এলাকায় রয়েছেন, তাদের লাইসেন্স করাতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। প্রথমত সময়ের অভাব।

advertisement

আরও পড়ুন: জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে মামলা নিয়ে বড় ঘটনা হাইকোর্টে, বিনীত গোয়েলেও জরুরি নির্দেশ

View More

তাছাড়াও আরটিও দফতরে পৌঁছনো বা সেখানে গিয়ে কীভাবে আবেদন করতে হবে, ইত্যাদি বিষয়ে অজ্ঞতা তাদের সমস্যা বাড়িয়ে দেয়। আবার লাইসেন্স না থাকা, বা নবীকরণ না হওয়ার কারণে অনেক সমস্যায় পড়তে হয় তাদের। এই সমস্যা দূরীকরণে দুয়ারে লাইসেন্স পরিষেবার উদ্যোগ নেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুন: পুজোর মুখে বাড়ছে দুশ্চিন্তা, উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস! আর দক্ষিণে? আবহাওয়া আপডেট

মূলত, বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করার পরেই বারাবনি পঞ্চায়েত সমিতি স্থানীয় থানার সঙ্গে আলোচনা করে। আলোচনা করা হয় আরটিও দফতরের সঙ্গে। তারপরেই এলাকায় কয়লা পরিবহনের যুক্ত ভারী গাড়ি চালকদের জন্য এই পরিষেবা চালুর পরিকল্পনা করা হয়েছে। স্থানীয়রা চালকরা বলছেন, আরটিও দফতরে না গিয়ে তারা যদি লাইসেন্স পেয়ে যান, তাহলে কর্মক্ষেত্রে তাদের অনেক সুবিধা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Coal Transport: ঘরে বসেই হবে জটিল কাজ, 'দুয়ারে লাইসেন্স'-এর বিরাট ব্যবস্থা জেলায়! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল