আর তাদের জন্যই বড় পদক্ষেপ বারাবনি পঞ্চায়েত সমিতির। এবার ঘরে বসে পাওয়া যাবে বড় সুবিধা। এই এলাকায় যে সমস্ত ভারী গাড়ি চালকরা রয়েছেন, এবার তাদের সমস্যা দূরীকরণে উদ্যোগী হয়েছে বারাবনি পঞ্চায়েত সমিতি, স্থানীয় থানা এবং আরটিও দফতর। তাদের যৌথ উদ্যোগে এলাকায় চালু হতে চলেছে দুয়ারে লাইসেন্স পরিষেবা।
অর্থাৎ, ভারী গাড়ি চালকরা এবার আরটিও দফতরের না গিয়ে নতুন লাইসেন্সের আবেদন করতে পারবেন। আবেদন জানাতে পারবেন লাইসেন্স নবীকরণের জন্য। প্রসঙ্গত, যে সমস্ত ভারী গাড়ি চালকরা এই এলাকায় রয়েছেন, তাদের লাইসেন্স করাতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। প্রথমত সময়ের অভাব।
advertisement
আরও পড়ুন: জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে মামলা নিয়ে বড় ঘটনা হাইকোর্টে, বিনীত গোয়েলেও জরুরি নির্দেশ
তাছাড়াও আরটিও দফতরে পৌঁছনো বা সেখানে গিয়ে কীভাবে আবেদন করতে হবে, ইত্যাদি বিষয়ে অজ্ঞতা তাদের সমস্যা বাড়িয়ে দেয়। আবার লাইসেন্স না থাকা, বা নবীকরণ না হওয়ার কারণে অনেক সমস্যায় পড়তে হয় তাদের। এই সমস্যা দূরীকরণে দুয়ারে লাইসেন্স পরিষেবার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: পুজোর মুখে বাড়ছে দুশ্চিন্তা, উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস! আর দক্ষিণে? আবহাওয়া আপডেট
মূলত, বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করার পরেই বারাবনি পঞ্চায়েত সমিতি স্থানীয় থানার সঙ্গে আলোচনা করে। আলোচনা করা হয় আরটিও দফতরের সঙ্গে। তারপরেই এলাকায় কয়লা পরিবহনের যুক্ত ভারী গাড়ি চালকদের জন্য এই পরিষেবা চালুর পরিকল্পনা করা হয়েছে। স্থানীয়রা চালকরা বলছেন, আরটিও দফতরে না গিয়ে তারা যদি লাইসেন্স পেয়ে যান, তাহলে কর্মক্ষেত্রে তাদের অনেক সুবিধা হবে।
নয়ন ঘোষ