জানা গিয়েছে, কয়েকদিন ধরেই জামুরিয়া থানা এলাকায় কয়লা পাচার হচ্ছে বলে পুলিশের কাছে অভিযোগ আসছিল। পুলিশ সেই মতো নাকা চেকিংয়ে তৎপর হয়ে উঠেছিল।
আরও পড়ুন: তৃণমূল পার্টি অফিসের বাইরে বোমা বিস্ফোরণে মৃত্যু, মামলায় এবার NIA-কে পার্টি করল আদালত
গতকাল সন্ধ্যায় জামুড়িয়া রানিগঞ্জ রাস্তায় বিজপুরে নাকা চেকিং চলাকালীন দুধের একটি কন্টেইনারকে আটকায় পুলিশ। তাতে আবার ফ্লিপকার্ট লেখা। গাড়ি এবং কাগজপত্র পরীক্ষা করতে পুলিশের চোখ কপালে ওঠে। কন্টেইনারের ভিতরে বস্তা-বস্তা কয়লা বোঝাই। পুলিশ এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে।
advertisement
আরও পড়ুন: মধ্যরাতের 'নাটক' শেষে ইডি-র অফিসে মেনকা, অভিষেক-শ্যালিকাকে নিয়ে শুরুতেই চমক
কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই কয়লা, তা জানতে উৎসুক পুলিশ। শুধু তাই নয় ওই অঞ্চলে কোন কোন এলাকায় বেআইনি কয়লার কারবার এখনও চলছে, তা জানতেও তদন্ত শুরু করেছে জামুরিয়া থানার পুলিশ।
---দীপক শর্মা