-- সিএনজি সরবরাহ বন্ধ
-- ২২ দিন অটো বন্ধ দুর্গাপুরে
সমস্যার কথা জানিয়ে আগেই প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন অটোচালকরা। তাতে সমস্যা না মেটায় বুধবার সকাল থেকে অবরোধে নামেন তাঁরা। দুর্গাপুর সিটি সেন্টার বাসস্ট্যান্ড ঘিরে শুরু হয় বিক্ষোভ। পরে দু'নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডও বন্ধ করে দেন তাঁরা। বিপাকে পড়েন নিত্যযাত্রীরা।
বিক্ষোভ-অবরোধে মানুষের সমস্যার কথা মানছেন অটোচালকরাও। যদিও তাঁদের সাফাই, একান্ত বাধ্য হয়েই এই পদক্ষেপ।
advertisement
-- দুর্গাপুরে সিএনজি সরবরাহ করে আসানসোলের একটি বেসরকারি সংস্থা
-- একটি ঠিকা সংস্থার মধ্যস্থতায় ট্রাকে দুর্গাপুর পৌঁছয় সিএনজির সিলিন্ডার
-- ঠিকা সংস্থার ২৬ জন ট্রাকচালকের বিরুদ্ধে গাফলতির অভিযোগ (ওঠে)
-- (এরপরই) অভিযুক্ত ২৬ (জন) ট্রাকচালককে সরিয়ে দেয় ঠিকা সংস্থা
-- বদলে নতুন ট্রাকচালক নিয়োগ না হওয়ায় তৈরি হয়েছে সমস্যা
অপসারিত ট্রাকচালকদের পুনর্বহালের দাবিতে আন্দোলনে নেমেছে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। বুধবার সিএনজি সরবরাহকারী সংস্থার বাইরে বিক্ষোভও দেখায় তারা।
সমস্যা মেটাতে এগিয়ে এসেছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। সব পক্ষের সঙ্গে শুরু হয়েছে আলোচনা।