অনুব্রত মণ্ডলকে আজ আদালতে পেশ করা হবে। ভোট পরবর্তী অশান্তি মামলায় হাজিরা দেওয়ার জন্য তিনি ইতিমধ্যেই আসানসোল সংশোধনাগার থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিধাননগর এমপি, এমএলএ আদালতে হাজিরা দেবেন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল। তাই তাঁকে আসানসোল আদালত থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে।
আরও পড়ুনঃ নতুনভাবে সাজবে ব্লক স্তর থেকে, পঞ্চায়েতের আগে মাস্টারস্ট্রোক দেবে তৃণমূল
advertisement
প্রসঙ্গত, বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুথস্তরীয় সমাবেশে অনুষ্ঠীত হয়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কেষ্টকে বীরের সম্মানে ফিরিয়ে আনতে হবে"। সমাবেশ থেকে বিরোধীদের হুঁশিয়ারি দেন দলনেত্রী৷ তিনি বলেন, "বীরভূম হারতে শেখেনি৷ ওটা লাল মাটির রাস্তা৷ প্রতিবার ভোটের আগে কেষ্টকে নজরবন্দি করা হয়৷ কী ভাবছেন কেষ্টকে জেলে পুরে লোকসভায় আসন দখল করবেন? কুৎসা করে কোনও লাভ নেই৷ কেষ্টকে বীরের সম্মানে ফিরিয়ে আনতে তৈরি হোন৷ আমার মনের জোর অনেক বেশি৷ কেষ্ট ফিরে না আসা পর্যন্ত লড়াই তিনগুণ হবে৷"
দলনেত্রীর এই বার্তা পেয়ে স্বাভাবিকভাবেই খুশি অনুব্রত মণ্ডল। আজ যখন তিনি কলকাতা আসার উদ্দেশ্যে আসানসোল আদালত থেকে বাইরে বেরোন, তখন স্বাভাবিকভাবেই তাঁকে অনেকতাই নিশ্চিন্ত লাগছিল। সেই সময়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে 'দিদির স্নেহের কেষ্ট' বলেন, "দিদি পাশে আছে, এটাই এনাফ"।