TRENDING:

Anubrata Mondal|| 'দিদি পাশে আছে, এটাই এনাফ', বীরের সম্মান পেয়ে চওড়া হাসি অনুব্রতর মুখে

Last Updated:

CM Mamata Banerjee supports Anubrata Mondal: অনুব্রত মণ্ডলকে আজ শুক্রবার আদালতে পেশ করা হবে। ভোট পরবর্তী অশান্তি মামলায় হাজিরা দেওয়ার জন্য তিনি ইতিমধ্যেই আসানসোল সংশোধনাগার থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আসানসোলঃ "দিদি পাশে আছে, এটাই এনাফ। জেলে কেউ সারাজীবন থাকে না। নিশ্চই জেল থেকে ছাড়া পাব", আজ শুক্রবার জেল থেকে বেরোনোর সময় অনেকটাই নিশ্চিন্ত অনুব্রত মণ্ডল। মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বীরের সম্মান পেয়ে আপ্লুও বটে।
advertisement

অনুব্রত মণ্ডলকে আজ আদালতে পেশ করা হবে। ভোট পরবর্তী অশান্তি মামলায় হাজিরা দেওয়ার জন্য তিনি ইতিমধ্যেই আসানসোল সংশোধনাগার থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিধাননগর এমপি, এমএলএ আদালতে হাজিরা দেবেন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল। তাই তাঁকে আসানসোল আদালত থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে।

আরও পড়ুনঃ নতুনভাবে সাজবে ব্লক স্তর থেকে, পঞ্চায়েতের আগে মাস্টারস্ট্রোক দেবে তৃণমূল

advertisement

প্রসঙ্গত, বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুথস্তরীয় সমাবেশে অনুষ্ঠীত হয়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কেষ্টকে বীরের সম্মানে ফিরিয়ে আনতে হবে"। সমাবেশ থেকে বিরোধীদের হুঁশিয়ারি দেন দলনেত্রী৷ তিনি বলেন, "বীরভূম হারতে শেখেনি৷ ওটা লাল মাটির রাস্তা৷  প্রতিবার ভোটের আগে কেষ্টকে নজরবন্দি করা হয়৷ কী ভাবছেন কেষ্টকে জেলে পুরে লোকসভায় আসন দখল করবেন? কুৎসা করে কোনও লাভ নেই৷ কেষ্টকে বীরের সম্মানে ফিরিয়ে আনতে তৈরি হোন৷ আমার মনের জোর অনেক বেশি৷  কেষ্ট ফিরে না আসা পর্যন্ত লড়াই তিনগুণ হবে৷"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

দলনেত্রীর এই বার্তা পেয়ে স্বাভাবিকভাবেই খুশি অনুব্রত মণ্ডল। আজ যখন তিনি কলকাতা আসার উদ্দেশ্যে আসানসোল আদালত থেকে বাইরে বেরোন, তখন স্বাভাবিকভাবেই তাঁকে অনেকতাই নিশ্চিন্ত লাগছিল। সেই সময়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে 'দিদির স্নেহের কেষ্ট' বলেন, "দিদি পাশে আছে, এটাই এনাফ"।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal|| 'দিদি পাশে আছে, এটাই এনাফ', বীরের সম্মান পেয়ে চওড়া হাসি অনুব্রতর মুখে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল