সম্প্রতি কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা রাজ্যকে দেওয়া বন্ধ করে দিয়েছে। তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের কাছে প্রতিনিধি দল পাঠানো পাশাপাশি সমস্যার সমাধান না হলে তিনি নিজেই দিল্লি যাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নাম বদল করলে কেন কেন্দ্র টাকা দেবে না তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। "বাংলার বাড়ি" প্রকল্পে কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।
advertisement
মঙ্গলবার আসানসোলের কর্মীসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন "কেন্দ্র ছয় মাস ধরে একশ দিনের টাকা দিচ্ছে না। নাম বদলটা কোন ইসু নয়। সব জায়গায় প্রধানমন্ত্রী ছবি লাগাতে হবে?"সোমবার পূর্ব বর্ধমানের কৃষক বন্ধু প্রকল্পের অনুষ্ঠান ও মঙ্গলবার আসানসোলের কর্মী সভা থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। আর তাই আজকের প্রশাসনিক বৈঠকের সব জেলার জেলা পরিষদের সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিডিওদের উপস্থিতি যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত ১০০ দিনের কাজের শ্রমিকদের ইতিমধ্যেই রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পে কাজে লাগানো নির্দেশিকা জারি করেছে রাজ্য পঞ্চায়েত দফতর। কেন্দ্রের টাকা পাচ্ছে না বলেই দিনের কাজের "জব হোল্ডার কার্ড থাকা শ্রমিকদের অন্যান্য প্রকল্পের কাজে নিয়োগ করার কথা বলেছেন খোদ মুখ্যমন্ত্রী। এমত অবস্থায় বুধবারের দুপুর একটা থেকে দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছেন প্রশাসনিক মহল।