TRENDING:

Durgapur CM Mamata Banerjee Meeting: নজরে আজ দুর্গাপুরের প্রশাসনিক বৈঠক, কী বার্তা দেবেন মুখ্যমন্ত্রী?

Last Updated:

দুপুর একটা থেকে দুর্গাপুরে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুর্গাপুর: বুধবারের প্রশাসনিক বৈঠকের বড় কোনও সিদ্ধান্ত হতে চলেছে? অন্তত নবান্নের তৎপরতা সেই জল্পনায় উস্কে দিচ্ছে। নবান্ন সূত্রে খবর আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকে প্রতিটি জেলার জেলা পরিষদের সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, ও প্রতিটি ব্লকের বিডিওদের ভার্চুয়ালি উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি জেলার জেলাশাসকরাও আজকের প্রশাসনিক বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন। মূলত এই দুই জেলার সামগ্রিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করার কথা মুখ্যমন্ত্রীর। পাশাপাশি এই দুই জেলার বেশকিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেই বৈঠকেই বাকি জেলাগুলোর সভাধিপতি সভাপতি ও বিডিওদের ভার্চুয়ালি উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement

আরও পড়ুন West Bengal municipal by election results: ঝালদা- পানিহাটির উপনির্বাচনে জিতল কংগ্রেস- তৃণমূল! চন্দননগরে চমক দিল সিপিএম

সম্প্রতি কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা রাজ্যকে দেওয়া বন্ধ করে দিয়েছে। তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের কাছে প্রতিনিধি দল পাঠানো পাশাপাশি সমস্যার সমাধান না হলে তিনি নিজেই দিল্লি যাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নাম বদল করলে কেন কেন্দ্র টাকা দেবে না তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। "বাংলার বাড়ি" প্রকল্পে কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।

advertisement

মঙ্গলবার আসানসোলের কর্মীসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন "কেন্দ্র ছয় মাস ধরে একশ দিনের টাকা দিচ্ছে না। নাম বদলটা কোন ইসু নয়। সব জায়গায় প্রধানমন্ত্রী ছবি লাগাতে হবে?"সোমবার পূর্ব বর্ধমানের কৃষক বন্ধু প্রকল্পের অনুষ্ঠান ও মঙ্গলবার আসানসোলের কর্মী সভা থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। আর তাই আজকের প্রশাসনিক বৈঠকের সব জেলার জেলা পরিষদের সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিডিওদের উপস্থিতি যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন Abhishek Banerjee in Shillong: নজরে উত্তর-পূর্ব ভারত, আজ শিলংয়ে কর্মীদের নিয়ে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত ১০০ দিনের কাজের শ্রমিকদের ইতিমধ্যেই রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পে কাজে লাগানো নির্দেশিকা জারি করেছে রাজ্য পঞ্চায়েত দফতর। কেন্দ্রের টাকা পাচ্ছে না বলেই দিনের কাজের "জব হোল্ডার কার্ড থাকা শ্রমিকদের অন্যান্য প্রকল্পের কাজে নিয়োগ করার কথা বলেছেন খোদ মুখ্যমন্ত্রী। এমত অবস্থায় বুধবারের দুপুর একটা থেকে দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছেন প্রশাসনিক মহল।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durgapur CM Mamata Banerjee Meeting: নজরে আজ দুর্গাপুরের প্রশাসনিক বৈঠক, কী বার্তা দেবেন মুখ্যমন্ত্রী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল