মঙ্গলবার সাঁকরাইল ব্লকের কেশিয়াপাতা সর্বজনীন দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কেশিয়াপাতা সর্বজনীন দুর্গোৎসব এই বছর ৪২ তম বর্ষে পদার্পণ করল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত, ঝাড়গ্রামের ডিএসপি সব্যসাচী ঘোষ, বিডিও রোহন ঘোষ, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা, সাঁকরাইল থানার ওসি নীলমাধব দোলাই, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ বিরবাহা সরেন টুডু, জেলার আর.টি.এ বোর্ডের সদস্য অনুপ মাহাত, পঞ্চায়েত সমিতির কৃষি দফতরের কর্মাধ্যক্ষ মথুর মাহাত সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
advertisement
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করায় এলাকাজুড়ে খুশির আমেজ। উপস্থিত মানুষজন উৎসবের মেজাজে ভরপুর হয়ে ওঠেন। দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকেই জঙ্গলমহলজুড়ে দুর্গোৎসবের আবহ ছড়িয়ে পড়েছে।
প্রসঙ্গত, সারাবছরের যাবতীয় দুঃখ, কষ্ট ভুলে দুর্গাপুজোর আনন্দে মেতে ওঠে বাঙালি। ইতিমধ্যেই শহর কলকাতায় ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন অনেকে। মুখ্যমন্ত্রীর হাত ধরে ভার্চুয়ালি পুজো উদ্বোধনের পর ঝাড়গ্রামেও এখন উৎসবের মেজাজ।
