TRENDING:

অবৈধ বালি খাদান রুখতে বালি মাফিয়াদের গ্রেফতারির নির্দেশ মুখ্যমন্ত্রীর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেদিনীপুর: মেদিনীপুরে অবৈধ বালি খাদানে রুখতে কড়া মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠক থেকে বালি মাফিয়াদের গ্রেফতারির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী । নজরদারি বাড়াতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement

মমতা বলেন, ‘বালির গাড়ির জন্য রাস্তা নষ্ট হচ্ছে ৷ টোল-ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য গ্রামের রাস্তা ব্যবহার করছেন লরিচালকেরা ৷ লরি ঢুকে রাস্তা ভাঙছে, ব্রিজ ভাঙছে ৷ বালি মাফিয়াদের কারবারি রুখতে অবিলম্বে কড়া ব্যবস্থা নিতে হবে পুলিশকে ৷ গ্রামের রাস্তায় ব্যারিকেড করতে হবে ৷ তারপরেও যদি লরি চালকেরা গ্রামে ঢোকার চেষ্টা করে তাহলে মোটা টাকা জরিমানা দিতে হবে ৷ প্রয়োজনে ১০ দিন গাড়ি আটকে রাখুন ৷’

advertisement

মেদিনীপুরে কাঁসাইয়ের চোখে জল। তাঁর বুক খালি করে প্রতিদিন লুঠ হচ্ছে বালি। একেবারে দিনে-দুপুরে। স্থানীয়দের দাবি, জেলা প্রশাসনকে বার বার বলেও কাজ হয়নি। জেলার ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের গলায় শুধুই রুটিন আশ্বাস।

মুখ‍্যমন্ত্রী বার বার কড়া বার্তা দিচ্ছেন। তারপরেও বেআইনি বালি খাদান  চলছে রমরমিয়ে ৷ সরকারি নিয়ম ভেঙে এ ভাবে নদী থেকে বালি তোলায় সরকার যেমন কর পাচ্ছে না, তেমনই ভাঙছে নদীর পাড়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দীপাবলির পরেই শুরু হয় ভৈলিনি-দেওসি! কীভাবে এই উৎসব পালন করে জানেন?
আরও দেখুন

মেদিনীপুরের কাছে মনিদহে কাঁসাই নদীর পাড়েই সরকারের টাকায় তৈরি হয়েছে ইকো পার্ক। এভাবে অবৈধ বালি খাদানের ব‍্যবসা চললে সেটাও কোনও দিন নদী গর্ভে তলিয়ে যাবে না তো ? সেটি নিয়েও তৈরি হয়েছে আশঙ্কা ৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অবৈধ বালি খাদান রুখতে বালি মাফিয়াদের গ্রেফতারির নির্দেশ মুখ্যমন্ত্রীর