স্থানীয় সাতগাছি পঞ্চায়েতের প্রধান হরেকৃষ্ণ মন্ডল বলেন, বাইরে থেকে মেশিন এসে মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী কালনা শান্তিপুর ব্রিজের কথা বলেছিলেন। তার আনুষ্ঠানিক কাজ শুরু হল বলা যেতে পারে। যদিও এখনও ৯৮% জমি কেনা সম্পন্ন হয়েছে। কিন্তু যারা এখনও জমি দেননি, তাঁরাও জমি দেবেন বলে জানিয়েছেন প্রধান।
আরও পড়ুনঃ পুজোর আগেই সুখবর! ৪৪৬টি রাস্তা বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ, বদলে যাবে জেলার চেহারা
advertisement
২০১৮ সালে কালনায় একটি সভা থেকে এই সেতুর কথা ঘোষণা করার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ২০২২ সালের মধ্যে কাজ সম্পন্ন হবে। এর জন্য খরচ ধরা হয় হাজার কোটি টাকা। কিন্তু শরিকি বিবাদ, জমির দাম নিয়ে আপত্তির মতো নানা সমস্যায় জমি জট দেখা দেয়।
এবার মাটির সয়েল টেস্টিংয়ের কাজ শুরু হওয়ায় আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে জমিদাতারা। এই প্রসঙ্গে এক জমিদাতা বলেন, আমিও জমি দিয়েছিলাম। এবার কাজ শুরু হয়েছে। আমরা ভীষণ খুশি। মুখ্যমন্ত্রী কথা রেখেছেন।